বলিউড হিরোদের কার কত পারিশ্রমিক?
এখন বলিউডে শত কোটি রুপি বাজেটের বাণিজ্যিক ধারার সিনেমা নির্মিত হয়। সিনেমার কলা-কুশলীদের পেছনেও অঘাত টাকা ব্যয় হয় ।
প্রচার- প্রচারোনার দিক দিয়ে এখন অনেক এগিয়ে এ বলিউড ইন্ডাস্ট্রি। সেখানে এ প্রজন্মের বলিউড হিরোরা কত টাকা পারিশ্রমিক নেন? আপনি জানেন কী? বর্তমান প্রজন্মের বলিউড তারকাদের পারিশ্রমিকের কিছু তথ্য জেনে নেওয়া যাক।
১. রণবীর কাপুরের ছবি বেশ কিছুদিন ধরেই বক্স অফিসে সাফল্য পাচ্ছে না। তিনি প্রতি ছবিতে অভিনয় করার জন্য ১৫ থেকে ১৮ কোটি নেন।
২. রণবীর সিং বলিউডে ২০১০ সালে ক্যারিয়ার শুরু করেন । তিনি প্রতি ছবিতে ৮ থেকে ১২ কোটি পারিশ্রমিক নেন।
৩. বরুণ ধাওয়ানের সময়টা বেশ ভালোই যাচ্ছে। সম্প্রতি তার ‘জুড়য়া ২’ ২০০ কোটির বেশি আয় করেছে বক্স অফিসে। তিনি ছবি প্রতি ১২ থেকে ১৫ কোটি পারিশ্রমিক নেন।
৪. শহীদ কাপুর প্রতি ছবিতে ১০ থেকে ১২ কোটি পারিশ্রমিক নেন।
৫. অর্জুন কাপুর প্রতি ছবিতে ৫ থেকে ৭ কোটি পারিশ্রমিক নেন।
৬. আয়ুষ্মান খুরানার প্রতি ছবিতে পারিশ্রমিক নেন ৩ থেকে ৫ কোটি।
৭. টাইগার শ্রফ প্রতি ছবিতে অভিনয়ের জন্য ৩ থেকে ৫ কোটি পারিশ্রমিক নেন।
৮. সুশান্ত সিংয়ের অভিনয়ের শুরুটা ছোট পর্দায়। পরে সিনেমায় অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। তিনি প্রতি ছবিতে ৫ থেকে ৭ কোটি পারিশ্রমিক নেন।