BUKHARI SORIF. CHAPTER SALAT. HADIS NO.342

in #busy7 years ago

SPhotoEditor-20180408_134322.jpg

342 Narrated by Anas bin Malik (may Allah be pleased with him), he said: Abu Dhar narrated from the Prophet (sa:) that he said: The roof of my house was opened. Then I was in Mecca. Then Gabriel came and burst my chest. And it washed with the water of Jamam. Then he brought a golden pot full of wisdom and faith and poured it on my chest. Then he took my hand and led me towards the world's sky. When we reached the world's sky, then Gabriel said to the keeper of the heavens: Open the door. He said: Who? He replied, "Gabriel," and again asked: Is there anyone with you? He said: Yes, with me Muhammad He said he was called to do? He replied: Yes. Then when the heavens opened, we first came to heaven. There I saw a man sitting and many people are on his right side and many people also have the shape on the left side. When he is looking at the right, he laughs and when he is looking at the left, weeping. He said: Happy Amed, O righteous Prophet! O son of goodness! I asked Gabriel ('A) who he is? He said: This is Adam ('A'). And on his right hand and his children's souls. The people on the right side of Paradise or the people on the other side are in the hell. That is why he laughs if he looks at the right and wears him crying. Then Gabriel ('A') went with me to the second sky. He said to the keeper: Open the door. Then the keeper asked the same as the protector of the heavens. Then opened the door. Anas (R) said: Then Abu Jar says: He (the Prophet) in the heavens, Adam (E), Eidis (Moses), 'Isa,' Isa ('A), and Ibrahim (' A) Got it. Abu Dhar (R) did not specify their position. Only the Prophet (peace be upon him) said that the Prophet (peace be upon him) got the first heaven and Ibrahim ('A') in the sixth heaven. Anas (R) said: When Gabriel ('A) was taking the Messenger of Allah (আ) beside Idris (' A), then Eidis said ('Ah) Blessed grandfather and good brother! I asked, 'Who is he? Gabriel ('A) said: This is Eidis (' A '). Then I was passing by Moses ('A'). He said: Happy Amed! The righteous Prophet and the righteous brother I said who is this? Gabriel said, "Moses ('A') said. Then I was going to Jesus ('A). He said: Happy Amed! The righteous Prophet and the righteous brother I asked, 'Who is he? Gabriel alaihi wa sallam said: "This is Jesus." Then I was passing by Ibrahim ('A'). He said: Happy Amed! The righteous Prophet (.) And the righteous children. I asked, 'Who is he? Gabriel alaihi wa sallam said: This is Abraham Ibrahim. Ibnu Shihab said that Ibn al-Hazm informed me that Ibn Abbas and Abu Habba Ansari (Rh) both said that the Prophet (্sa:) said, "Then I was lifted up further, I reached a flat place, from where the pen heard the sound of the pen Got it Ibn al-Hazm (Rh) and Anas bin Malik (ra) said: The Prophet (্sa:) said, "Then Allah made fifty prayers for me." When I was returning to Egypt with Moses, Moses said, "What has Allah made obligatory on your Ummah?" I said, fifty fasts (prayer) prayer. He said, "You go back to your Lord." Because your community will not be able to earn it. I went back. Allah decreed some parts. I went back to Moses and said, "Some parts have been reduced." He said: "You go to your Lord again." Because your community will not even be able to earn it. I went back. Then some other parts were reduced. Again, I went to Moses, and he said this again: You go to your Lord again. Because your community will not even be able to earn it. Then I went again, then Allah said: these five (in the direction of reward) will be fifty (judged). There is no change in my talk. When I came to Moses again, he said to me again: Go back to your Lord. I said, 'I am ashamed to go to my lord again.' Then Gabriel Alaihi Wa Sallam led me to Sidrul Muntaha. And then it was covered in different colors, I did not know the meaning. Then I was taken to Paradise. I saw that there was pearl rate and his mud spiked.
DQmV1TfqJ7SzYtEtt6pxAAzFGDxT7qr96nBunRh8V5wiMPv.png৩৪২। ইয়াহইয়া ইবনু বুকায়র (রহঃ) আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আবূ যার (রাঃ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমার ঘরের ছাদ খুলে দেয়া হল। তখন আমি মক্কায় ছিলাম। তারপর জিবরাঈল (‘আ) এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন। আর তা যমযমের পানি দিয়ে ধুইলেন। এরপর হিকমত ও ঈমানে পরিপূর্ণ একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বক্ষে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। তারপর হাত ধরে আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে চললেন। যখন দুনিয়ার আসমানে পৌঁছালাম, তখন জিবরাঈল (‘আ) আসমানের রক্ষক কে বললেনঃ দরযা খোল। তিনি বললেনঃ কে? উত্তর দিলেনঃ আমি জিবরাঈল, আবার জিজ্ঞাসা করলেনঃ আপনার সঙ্গে আর কেউ আছে কি? তিনি বললেনঃ হ্যাঁ, আমার সঙ্গে মুহাম্মদ। তিনি আবার বললেনঃ তাঁকে কি আহবান করা হয়েছে? তিনি উত্তরে বললেনঃ হাঁ।

তারপর আসমান খোলা হলে আমরা প্রথম আসমানে উঠলাম। সেখানে দেখলাম, এক লোক বসে আছেন এবং অনেকগুলো মানুষের আকৃতি তাঁর ডান পাশে রয়েছে এবং অনেকগুলো মানুষের আকৃতি বাম পাশেও রয়েছে। যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন, হাসছেন আর যখন তিনি বাম দিকে তাকাচ্ছেন, কাঁদছেন। তিনি বললেনঃ খোশ আমদেদ, হে পুণ্যবান নাবী! হে নেক সন্তান! আমি জিবরাঈল (‘আ) কে জিজ্ঞাসা করলামঃ ইনি কে? তিনি বললেনঃ ইনি আদম (‘আ)। আর তাঁর ডানে ও বায়ে তাঁর সন্তানদের রুহ। ডান দিকের লোকেরা জান্নাতী আর বা দিকের লোকেরা জাহান্নামী। এজন্য তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাঁ দিকে তাকালে কাঁদেন। তারপর জিবরাঈল (‘আ) আমাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় আকাশে উঠলেন। সেখানে উঠে রক্ষক কে বললেনঃ দরযা খোল। তখন রক্ষক প্রথম আসমানের রক্ষকের অনুরুপ প্রশ্ন করলেন। তারপর দরযা খুলে দিলেন। আনাস (রাঃ) বলেনঃ এরপর আবূ যার বলেনঃ তিনি (নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) আসমানসমূহে আদম (‘আ), ঈদরীস (‘আ), মূসা (‘আ), ‘ঈসা (‘আ), ও ইবরাহীম (‘আ)-কে পেলেন। আবূ যার (রাঃ) তাঁদের অবস্থান নির্দিষ্ট ভাবে বলেন নি। কেবল এতটুকু বলেছেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম (‘আ)-কে প্রথম আসমানে এবং ইবরাহীম (‘আ)-কে ষষ্ট আসমানে পেয়েছেন। আনাস (রাঃ) বলেনঃ যখন জিবরাঈল (‘আ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম –কে ইদরীস (‘আ) এর পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন ঈদরীস (‘আ) বললেনঃ খোশ আমদেদ! পুণ্যবান নাবী ও নেক ভাই! আমি জিজ্ঞাসা করলাম ইনি কে? জিবরাঈল (‘আ) বললেনঃ ইনি ঈদরীস (‘আ)। তারপর আমি মূসা (‘আ) এর নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেনঃ খোশ আমদেদ! পুণ্যবান রাসূল ও নেক ভাই। আমি বললাম ইনি কে? জিবরাঈল আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ মূসা (‘আ)। তারপর আমি ঈসা (‘আ) এর নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেনঃ খোশ আমদেদ! পুণ্যবান রাসূল ও নেক ভাই। আমি জিজ্ঞাসা করলাম ইনি কে? জিবরাঈল আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ ইনি ঈসা আলাইহি ওয়া সাল্লাম।

তারপর ইবরাহীম (‘আ) এর নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি বললেনঃ খোশ আমদেদ! পুণ্যবান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নেক সন্তান। আমি জিজ্ঞাসা করলাম ইনি কে? জিবরাঈল আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ ইনি ইবরাহীম আলাইহি ওয়া সাল্লাম। ইবনু শিহাব (রহঃ) বলেন যে, ইবনু হাযম আমাকে খবর দিয়েছেন ইবনু আব্বাস ও আবূ হাব্বা আনসারী (রহঃ) উভয়ে বলেনঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তারপর আমাকে আরো উপরে উঠানো হল, আমি এমন এক সমতল স্থানে উপনীত হলাম, যেখান থেকে কলমের লেখার শব্দ শুনতে পেলাম। ইবনু হাযম (রহঃ) ও আনাস ইবনু মালিক (রাঃ) বলেনঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তারপর আল্লাহ তা’আলা আমার উপর পঞ্চাশ ওয়াক্ত সালাত (নামায/নামাজ) ফরয করে দিলেন। আমি এ নিয়ে প্রত্যাবর্তনকালে যখন মূসা আলাইহি ওয়া সাল্লাম এর নিকট দিয়ে যাচ্ছিলাম, তখন মূসা আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ আপনার উম্মতের উপর আল্লাহ কি ফরয করেছেন? আমি বললামঃ পঞ্চাশ ওয়াক্ত সালাত (নামায/নামাজ) ফরয করেছেন। তিনি বললেনঃ আপনি আপনার রবের কাছে ফিরে যান। কারণ আপনার উম্মত তা আদায় করতে সক্ষম হবে না।

আমি ফিরে গেলাম। আল্লাহ পাক কিছু অংশ কমিয়ে দিলেন। আমি মূসা আলাইহি ওয়া সাল্লাম এর কাছে আবার গেলাম আর বললামঃ কিছু অংশ কমিয়ে দিয়েছেন। তিনি বললেনঃ আপনি আবার আপনার রবের কাছে যান। কারণ আপনার উম্মত এও আদায় করতে সক্ষম হবে না। আমি ফিরে গেলাম। তখন আরো কিছু অংশ কমিয়ে দেওয়া হল। আবার মূসা আলাইহি ওয়া সাল্লাম এর কাছে গেলাম, এবারো তিনি বললেনঃ আপনি আবার আপনার রবের কাছে যান। কারণ আপনার উম্মত এও আদায় করতে সক্ষম হবে না। তখন আমি আবার গেলাম, তখন আল্লাহ বললেনঃ এই পাঁচই (সওয়াবের দিক দিয়ে) পঞ্চাশ (গণ্য হবে)। আমার কথার কোন পরিবর্তন নেই। আমি আবার মূসা আলাইহি ওয়া সাল্লাম -এর কাছে আসলে তিনি আমাকে আবারো বলললেনঃ আপনার রবের কাছে আবার যান। আমি বললামঃ আবার আমার রবের কাছে যেতে আমি লজ্জাবোধ করছি। তারপর জিবরাঈল আলাইহি ওয়া সাল্লাম আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। আর তখন তা বিভিন্ন রঙে ঢাকা ছিল, যার তাৎপর্য আমার জানা ছিল না। তারপর আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হল। আমি দেখলাম তাতে মুক্তার হার রয়েছে আর তাঁর মাটি কস্তুরি।
DQmV1TfqJ7SzYtEtt6pxAAzFGDxT7qr96nBunRh8V5wiMPv.png
DQmd2jgHAFSARX2WwPVxAu6je8WXij4twTsnYfZtGfBY1b6.gif

Sort:  

You got a 11.38% upvote from @slimwhale courtesy of @emonhossain!

Did you know you can make a passive income by simply delegating steem power?
@slimwhale offers the best return on your investment, sharing 100% of the bidding pool rewards, daily, proportional to your investment.
Let's grow together, start earning now by clicking the following links: 10SP, | 50SP | 500SP, | any amount |
For more information, see here or join me on Discord

This post has received a 3.13 % upvote from @drotto thanks to: @emonhossain.

You got a 5.56% upvote from @oceanwhale With 35+ Bonus Upvotes courtesy of @emonhossain! Delegate us Steem Power & get 100%daily rewards Payout! 20 SP, 50, 75, 100, 150, 200, 300, 500,1000 or Fill in any amount of SP. Click For details | Discord server

You got a 7.33% upvote from @proffit courtesy of @emonhossain!

You got a 20.00% upvote from @peace-bot courtesy of @emonhossain!

Help spread the peace. Want to promote your posts too? Send a minimum of .02 SBD or STEEM to @peace-bot with link in the memo for an upvote on your post. You can also delegate to the bot for daily passive earnings. If you would like to delegate to the Peace Bot you can do so by clicking on the following links:
50SP 100SP 250SP 500SP 1000SP 5000SP

Learn more!

Loading...

This post has received a 0.36 % upvote from @speedvoter thanks to: @emonhossain.

This post has received a 0.26% upvote from thanks to: @emonhossain.
For more information, click here!!!!

Try the new Minnowhelper Bots for more information here

Do you know, you can also earn passive income after every bidding round simply by delegating your Steem Power to @minnowhelper?
you can delegate by clicking following links: 10 SP, 100 SP, 500 SP, 1000 SP or Another amount

Help support @minnowhelper and the bot tracker by voting for @yabapmatt for Steem witness! To vote, click the button below or go to https://steemit.com/~witnesses and find @yabapmatt in the list and click the upvote icon. Thank you.

Voting for @yabapmatt

You got a 3.76% upvote from @dailyupvotes courtesy of @emonhossain!

Please upvote this comment to support the service.

You got a 83.33% upvote from @childfund courtesy of @emonhossain! @childfund is a bid bot to help the steem community sponsor a child.