রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮
দুয়ারে কড়া নাড়ছে রাশিয়া বিশ্বকাপ ফুটবল ২০১৮ । ৩২টি দেশ, ১২টি ভেন্যু, ১টি দেশই হবে চ্যাম্পিয়ন। আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে দ্যা গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ । বিশ্বকাপের জন্য সারা পৃথিবীর মত বাংলাদেশীদেরও আগ্রহের পারদ অনেক বেশী । ইতোমধ্যেই ছাদের কিনারায় পছন্দের দলের পতাকা উড়াতে দেখা যাচ্ছে । চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে গেছে কথার লড়াই । এত লড়াই এত তর্ক বিতর্কের মধ্যে গুরুত্বপূর্ণ হল বিশ্বকাপ এর ম্যাচগুলো বাংলাদেশ এর সময় অনুযায়ী কখন হবে । আসুন জেনে নেই রাশিয়া বিশ্বকাপ ফুটবলের বাংলাদেশের সময় অনুসারে সময়সূচি কেমন হচ্ছে ।
রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ১৪ জুন মুখোমুখি হচ্ছে স্বাগতিক রাশিয়া এবং সৌদি আরব । ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় অনুযায়ী বিকেল ৪ টায় । প্রথম দিনে একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে । প্রথম রাউন্ডের ২য় দিন ১৫ জুন রয়েছে ৩ টি ম্যাচ । ম্যাচ গুলো শুরু হবে যথাক্রমে ৬টা , ৯টা এবং ১২ টায় । এই দিনের গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে স্পেন এবং পর্তুগালের মধ্যেকার ,ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১২ টায় শুরু হবে । ৩য় দিন ১৬ই জুন মাঠে নামবে অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা । এদিন মোট ৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে । ম্যাচ গুলো শুরু হবে যথাক্রমে ৪টা , ৭টা , ১০টা এবং ১ টায় । সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং আইসল্যান্ড ।
১৭ই জুন থেকে ২৪ জুন পর্যন্ত প্রতিদিন ৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে । ম্যাচ গুলো শুরু হবে বাংলাদেশ সময় যথাক্রমে ৬টা , ৯টা এবং ১২ টায় । ২৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত প্রতিদিন ৪ টি করে ম্যাচের মধ্যে দিয়ে শেষ হবে ১ম গ্রুপ পর্ব ।
Go here https://steemit.com/@a-a-a to get your post resteemed to over 72,000 followers.
Congratulations @shaiful019! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :
You made your First Vote
Award for the number of upvotes
Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Thank you sir....