বিড়ালটি
বিড়াল প্রানিটি অনেকেরই অনেক প্রিয়। আমারও অনেক ভালো লাগে বিড়াল। বিড়াল দেখলেই আমার একটা অভ্যাস হলো ওটাকে ধরতে যাওয়া। কারণ ওদের গায়ে হাত বুলাতে আর আদর করতে অনেক ভালো লাগে। কিন্তু আমার বউ আবার আমার ঠিক উলটো। ওর যে বিড়াল পছন্দ না এমন না, কিন্তু বিড়ালের গায়ে হাত দিতে বা আদর করতে এসব জিনিস একেবারেই পছন্দ করে না। মানে ব্যাপারটা এমন যে বিড়াল আশেপাশে আসলেই ও একেবারে চিল্লিয়ে উঠে। বিষয়টা আমার খুব বিরক্ত লাগে। মাঝে মাঝে এটা নিয়ে ওকে বকাও দিই। তারপরও এই বদ অভ্যাস ওর ভালো হয় না।
যাইহোক আমরা গত বছর ঘুরতে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেখানে ঘুরতে ঘুরতে আমরা যাই চারুকলা ফ্যাকাল্টিতে। ফ্যাকাল্টি বারান্দায় আমরা বিভিন্ন কারো কাজ এবং অন্যান্য বিষয়গুলো দেখছিলাম। তারপর বাগানের দিকে আসলাম বাগানটি দেখতে। বাগানটি অনেক সুন্দর পরিপাটি এবং বিভিন্ন ধরনের ফুলে ভরা ছিলো। বাগানে যেতেই দেখলাম একটা বিড়াল। সাদা রঙের বিড়াল। সুন্দর ব্রাউন চোখ। দেখেই আমার মন খুশি হয়ে গেল। অনেকক্ষণ বিরাল কে আদর করলাম। ওর মাথায় হাত দিলাম। এত আরাম প্রিয় এরা চুপ করে বসে থাকল যতখন আমি হাত বুলালাম। আর আমার বউ পাগল হয়ে যাচ্চে কেন আমি ওকে ধরচি।
ডিভাইস | স্যামসাং এস ২১ |
---|---|
ফটোগ্রাফার | @surzo |
লোকেশন | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ |
তারাতাড়ি হাত ধউ বলে বলে মাথা খাচ্চে আমার। অনেক্ষন হল আমদের যাওয়ার সময় হয়ে গেল। মন খারাপ হচ্ছিল যে চলে যেতে হবে। আমার আনার ইচ্ছা ছিল কিন্তু আমার বউ এর জন্য হলনা।যখন আসছিলাম কি মায়া ভরা চোখে তাকিয়ে ছিল।