ট্রয়ের যুবরাজ প্যারিস যে কারণে হেলেনের প্রেমে পড়েছিলেন

in #culture7 years ago

কটা মহাসাগরের সূচনা কিন্তু এক বিন্দু জলেই হয়েছিল। তেমনি আমাদের জানা-অজানা ইতিহাসের পেছনেই কিন্তু তুচ্ছ কিছু ঘটনা আছে, যা না ঘটলে হয়তো ইতিহাসটাই অন্যরকম হতো। এমন তুচ্ছ ঘটনাগুলো ইংরেজি সাহিত্যে বাটারফ্লাই ইফেক্ট বলে পরিচিত। প্রিয়.কমের পাঠকদের জন্য আজকের এই লেখায় তেমনই এক বাটারফ্লাই ইফেক্ট নিয়ে কথা বলব, যা কিনা একটা জাতির ইতিহাসের বাঁক বদলে দিয়েছিল।

‘তুরস্কের ট্রয়’ নগরীর পতন এবং এর পতনের পেছনের কারণ আমাদের কম-বেশি সবারই জানা। ট্রয়ের যুবরাজ প্যারিস গ্রিসের রানি হেলেন অব স্পার্টার সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে তাকে নিয়ে ট্রয়ে পালিয়ে গেলে গ্রিক রাজা মেনেলাউস ট্রয় আক্রমণ করেন। এই যুদ্ধেই ধ্বংস হয়ে যায় ট্রয় নগরী। কিন্তু এর সূত্রপাত কি করে হয়েছিল, তা কি আমরা সবাই জানি? প্যারিস কীভাবে আর কেনইবা প্রেমে পড়েছিল হেলেনের?

শুরুটা হয়েছিল দেবলোকে। যখন জিউস অ্যাকিলিসের পিতামাতা পেলিয়াস এবং থেটিসের বিয়ে উদযাপন করার জন্য একটি ভোজ অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে সঙ্গত কারণে গডেস অব ডিসকর্ড বা অসম্মানের দেবী এরিসকে আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু এতে রাগান্বিত হয়ে এরিস অনামন্ত্রিত হয়েও ভোজে উপস্থিত হন এবং হেসপেরাইডসের বাগান থেকে একটি সোনালি আপেল সঙ্গে করে নিয়ে আসেন।

Sort:  

Congratulations @shajal! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :

Award for the number of upvotes

Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here

If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Upvote this notification to help all Steemit users. Learn why here!