একা কিত্তের কি যে যন্তনা ( monir khan songs )

in #curation7 years ago

একা কিত্তের কি যে যন্তনা
তুমি তো কখন বুঝবে না
রিদয় ভাঙার কি যে বেদনা
আমি ছারা কেউ তো জানে না ।।
কি ভাবে যে বেঁচে আছি
এক বার খোজ নিলে নে
মনের আকশে মেঘ জমেছে
চারিদিকে লেগেছে প্রহর
সোনালী দিন হয়েছে বিলীন
দুচোখে সৃতির দহন
কোথায় আছি কেমন আছি
একবার ও কি মনে পড়ে না
দিনের শেষে রাত্রি আসে
ঘুম নেই চোখের পাতায়
চাওয়া পাওয়া নিরবে কাঁদে
…………………………?