ঢাকায় কালী পূজা

in #dhaka7 years ago (edited)


১৩ অক্টোবার কালী পূজা দেখতে আমরা ঢাকায় গিয়েছিলাম.দূর্গা পূজার ১৫ দিন পর সাধারণত কালী পূজা হয়ে থাকে.আর ঢাকার কালী পূজা অনেক জমজমাট ভাবে উজ্জাপন করা হয়.ঢাকায় প্রায় ১৫০০ থেকে দুই হাজার কালী পূজা করা হয় .কালী পূজা সাধারণত রাতেই করা হয়.ঢাকার কলা বাগান ,শাখারি বাজার ,সরকার বাজার এই বেশি কালী পূজা করা হয়.এই ছবিটি ঢাকার শাখারি বাজারের কালী পূজার.কালী মূর্তিটি প্রায় বিশ ফুট লম্বা ছিল.মূর্তিটি সম্পূর্ন মাটির তৈরী.তাছাড়া এর সাথে নানা ধরনের সাজানোর পণ্য ব্যবহারহয়েছে .তাছাড়া অনেক সোনার অলংকার ব্যবহার হয়েছে.
এই ছবিটি ঢাকার শশান ঘাটের. ঢাকার মধ্যে কত গুলো কালী পূজা করা হয় তার মধ্যে এই কালী পূজা অন্যতম কারণ এই স্থানে হিন্দুদের মৃতদেহ শেষ কাজ করা হয়.তাই এই স্থানটি হিন্দুদের কাছে খুবই পবিত্র.এই স্থানে মা শশান কালীর পূজা করা হয়. এই স্থানে মানুষ তার আত্মীয়দের আত্মার শান্তি কামনার জন্য আসেন.মোমবাতি জানলেন হয় তাদের মৃত্ আত্মার পবিত্র করার জন্য আর ফুল দেওয়া হয় তাদের শান্তি কামনার করার জন্য.এই খানে মা কালীর পূজা করা হয়.সামনে যারা আছে তারা মা কালীর পূজার অঞ্জলি দেয়ার জন্য বসে আছেন.আমরা যখন গেছে তখন পূজা শুরু হয় নি .মার্ পূজা শুরু হয় সাধারণত গভীর রাতে তাছাড়া শুধু এই খানেই অঘোরীরা থাকেন যারা মার্ সাধনা করে . তারা শুধু এই কালী পূজার সময় এই খানে আসেন এছাড়া তারা সারা.বাংলাদেশ ভ্রমণ করেন .তাদের ছবি তোলার অনুমতি নাই.কালী পূজার সময় অনেক বড় বড় প্যান্ডেল করা হয় .এগুলোতে ব্যবহার করা হয় সাধারনত অবশ,কাঠ,ও এক ধরনের বিশেষ কাপড়