Project: Sana Organics (সানা অরগানিক)

in #digitalmarketing4 years ago

FB_IMG_1618208332327.jpg
সানা অরগানিক অয়েল

“-বন্ধু তুই তেলের ব্যবসা কখন থেকে শুরু করলি?” এমন প্রশ্ন শেষ পর্যন্ত শুনতে হলো। Sana’s Organics এর জন্য সোসাল মিডিয়া মার্কেটিং করতে গিয়ে। সে একটা লম্বা গল্প। আজ সে গল্পটা আপনাদের বলবো খুব ছোট করে।

বসে বসে কিছু সুন্দর সময় কাটাছিলাম, অনেকটা “লুক ব্যাক ইন এঙ্গার” নাটকের নায়কের মত। তফাৎ এটাই ছিল, উনি বিবাহিত মধ্যবিত্ত আর আমি কষ্ট করে অনার্স শেষ করা একটা বেকার।

-তুই কি তেলের ব্যবসা শুরু করছস নাকি?
-আরে না, ওদের হয় মার্কেটিং করতেছি।
-তাই বলে শেষ পর্যন্ত তেল?
-হ্যা।

Sana’s Organics পেইজ থেকে বন্ধুকে ইনভাইট পাঠানোর কিছুখন পর এই মেসেজটি পাই।

এটা সত্যি, Sana’s Organics এর দিন গুলো আসলে আনন্দের ছিল। আমি আর ফয়সাল দুই জনে মিলে কাজটি করেছিলাম। সানা আপুর পেইজের অর্গানিক মার্কেটিং। সর্বমোট ২২ দিনের মত কাজ করা হয়েছিলো। তাতে Sans’s Organics, ৮-১০ দিনে প্রায় ৪০টা সেল অর্জন করে। এছাড়াও পেইজের রিচ, ফলোয়ার, লাইকে বিরাট এক পরিবর্তন আসে। এছাড়াও সানা আপু খুব ভালো ও কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট সেল করে, যা তার নিজের হাতে তৈরি।

এছাড়া, টিম মেম্বার ফয়সালের ব্যপারে কি আর বলবো। আমাকে তেমন কোনো কাজ করতেই দেয়নি। আগামীর সফল মার্কেটার হবে আমি আশা রাখি।