খালেদার সাজা বাতিলে শুনানি বৃহস্পতিবার
দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া পাঁচ বছরের কারাদণ্ডের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন তার আইনজীবীরা। সেখানে তারা সাজা বাতিল চেয়ে ২৫টি যুক্তি দেখিয়েছেন। আগামী বৃহস্পতিবার এই আপিলের শুনানি হবে। সেদিন খালেদা জিয়ার জামিনও চাইবেন আইনজীবীরা।
মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটে খালেদা জিয়ার আইনজীবী আব্দুর রেজ্জাক খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেন।
আগামী বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আপিলের শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আপিলের পর সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন। মওদুদ জানান, আদালত আপিল গ্রহণ করেছে। আগামী বৃহস্পতিবার শুনানির জন্য আদালতের কার্যতালিকায় এসেছে মামলাটি।
মওদুদ বলেন, আমরা আশা করছি এই মামলা আপিলে বাতিল হয়ে যাবে। মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সাক্ষী-প্রমাণে রাষ্ট্রপক্ষ প্রতিষ্ঠিত করতে পারেনি বলেও দাবি সাবেক এই আইনমন্ত্রীর।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য জানান, খালেদা জিয়ার সাজা বাতিলে তারা অনেকগুলো যুক্তি তুলে ধরেছেন। তবে কী কী যুক্তি দিয়েছেন তা এখানে বলা সম্ভব নয় বলে জানান মওদুদ।
মওদুদ আহমদ জানান, অ্যাটর্নি জেনারেলও আজ উপস্থিত ছিলেন। তিনি রায়ের অনুলিপি চেয়েছেন। তার কাছে অনুলিপি পৌঁছে দেয়া হবে। এছাড়া দুদকের আইনজীবীও ছিলেন। তাকেও অনুলিপি দেয়া হবে বলে জানান মওদুদ।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালতে রায় ঘোষণা করা হয়। রায়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া তারেক রহমানসহ মামলার অন্য পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রায় ঘোষণার পর খালেদা জিয়াকে কারাগারে নেয়া হয়।
রায়ের দিন খালেদার আইনজীবীরা ১১ ফেব্রুয়ারি আপিলের কথা জানালেও রায়ের অনুলিপি না পাওয়ায় আপিল করতে পারেননি। এরপর থেকে প্রতিদিনই রায়ের কপি পাওয়ার আশার কথা জানালেও পাননি আইনজীবীরা।
খালেদা যেন জামিন আবেদন করতে না পারেন, সে জন্যই রায়ের কপি দিতে ইচ্ছাকৃত বিলম্ব করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবশেষ গতকাল সোমবার বিকালে রায়ের অনুলিপি পান খালেদার আইনজীবীরা।
রায়ের বিরুদ্ধে আপিল এবং খালেদা জিয়ার জামিন আবেদনের বিষযে মঙ্গলবার সকাল ১০টায় সুপ্রিম কোর্টের বার ভবনের কনফারেন্স রুমে বৈঠকে বসেন আইনজীবীরা। বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে এই বৈঠক। এরপর বেলা সাড়ে ১২টায় আবারও বৈঠকে বসেন তারা। এর আগে গতকাল সোমবার রাতেও বৈঠক করেছেন খালেদার আইনজীবীরা।
বৈঠকে ছিলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনসহ খালেদা জিয়ার আইনজীবীরা। বৈঠক শেষে উচ্চ আদালতে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
টাঙ্গাইলটাইমস
Source: http://www.pbd.news/lead-news/38129/%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B2
Copying/Pasting full texts without adding anything original is frowned upon by the community.
Some tips to share content and add value:
Repeated copy/paste posts could be considered spam. Spam is discouraged by the community, and may result in action from the cheetah bot.
Creative Commons: If you are posting content under a Creative Commons license, please attribute and link according to the specific license. If you are posting content under CC0 or Public Domain please consider noting that at the end of your post.
If you are actually the original author, please do reply to let us know!
Thank You!
This post has received a 0.03 % upvote from @drotto thanks to: @rongtuli.
Congratulations! This post has been upvoted from the communal account, @minnowsupport, by rongtuli from the Minnow Support Project. It's a witness project run by aggroed, ausbitbank, teamsteem, theprophet0, someguy123, neoxian, followbtcnews, and netuoso. The goal is to help Steemit grow by supporting Minnows. Please find us at the Peace, Abundance, and Liberty Network (PALnet) Discord Channel. It's a completely public and open space to all members of the Steemit community who voluntarily choose to be there.
If you would like to delegate to the Minnow Support Project you can do so by clicking on the following links: 50SP, 100SP, 250SP, 500SP, 1000SP, 5000SP.
Be sure to leave at least 50SP undelegated on your account.