Teach bangla
হ্যালো বাংলাদেশী স্টেমিয়ানরা কেমন আছেন ? আশা করি ভালোই আছেন । আজ আমি একটি ভিন্নধর্মী পোস্ট দিচ্ছি। আমরা আমাদের আশেপাশে এমন অনেক মানুষকে দেখি যারা জ্ঞ্যানী হয়েও নিজেকে অন্যের সামনে সঠিক ভাবে উপস্থাপন করতে পারে না। আবার আমরা ছাত্রজিবনে এমন অনেক ক্লাস অতিবাহিত করেছি যেই ক্লাসের লেকচার আমাদের মাথার উপর দিয়ে গেছে , মানে সময় ঠিক পাড় হয়েছে কিন্তু কিছুই বুঝতে পারি নাই । এখানে আমাদের লেকচারারদের জ্ঞ্যানের অভাব সেটি আমি বলতে চাই না , কিন্তু অবশ্যই তাদের উপস্থাপনের ব্যাপারটায় অনেক ত্রুটি রয়েছে।
আমার মতে, সুন্দর ও মার্জিতভাবে কথা বলা হচ্ছে সৌন্দর্যের একটি অন্যতম প্রধান অংশ। আমরা অনেকেই এই বিষয়টার দিকে লক্ষ্যই রাখি না। কিন্তু যখন আমরা নিজেকে ভালোভাবে অন্যের সামনে উপস্থাপন করতে পারি না বা নিজের মনের কথা অন্যকে বুঝিয়ে বলতে পারি না তখন এটির অভাব অনুভব হয় । আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা দেখতে সুদর্শন কিন্তু তার কথা বলার ধরন কারো কাছে পছন্দের নয়। এখানে শুধু এক্টু মাত্র স্কিলের অভাব বলবো ।আর তাই আজকের পোস্টে এসব নিয়ে আলোচনা করার চেস্টা করব।
কারো সাথে সুন্দর ও মার্জিতভাবে কথা বলতে প্রথমে নিজেকে বিশ্লেসন করতে হবে । আপনি কি কোন বিষয় নিয়ে, কার সাথে কথা বলছেন এবং আলোচনাটি কিভাবে শুরু করছেন সেটির দিক লক্ষ্য রাখতে হবে। এসবের পাশাপাশি আপনার কণ্ঠস্বরের ধরন দেখতে হবে যে সেটি গম্ভির নাকি স্বাভাবিক ।
Congratulations @siddharto! You received a personal award!
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
Do not miss the last post from @steemitboard:
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!