This month of saum

in #esteem7 years ago

image

In the day of mercy, forgiveness and
salvation.
Shugo friends
do not know the Lord.
Identity of the friend Taqwah in the middle of the practice of fasting .
Before the Iftar, the prayer
will be accepted surely.
Your head will be
bowled down in a Godly court.
To
call the great Lord in Tarabi again and again.
Do not
push for a month to come back to the great old age .
At the cafe
can be friends and friends .
Why is this month so dear?
The Quran
has come down from Mahfouz in Lauh .
Thousands of worshipers know
one night at a time.
So come brother Bhai kadar khuzi
fate if the match.

image

রহমত, মাগফেরাত আর
নাজাতের দিনে।
এসোগো বন্ধু সবাই মিলে
প্রভুকে নি চিনে।
সিয়াম সাধনার মাঝেগো বন্ধু
তাকওয়ার পরিচয়।
ইফতারির আগে করলে দোয়া
কবুল হবে নিশ্চয়।
তোমারি মাথা নত হবে এক
আল্লাহরি দরবারে।
তারাবিতে তাই মহান প্রভূকে
ডেকে যাও বারে বারে।
আত্ব সুদ্ধির মহান এ মাস
হেলাতে দিওনা ঠেলে।
এ-তে কাফে বসে যাও বন্ধু
কদর যাবে মিলে।
যানকি বন্ধু সওমের এ মাস
কেন হল এত দামি?
লাওহে মাহফুজ থেকে কুরআন
কদরেই এসেছে নামি।
হাজার মাসের ইবাদত জানি
এক রাতেই ভাই মিলে।
তাই এসো ভাই কদর খুজি
ভাগ্যে যদি মিলে।