সবার জন্য সুখবর নিয়ে এলো ফেসবুক.............

in #facebook2 years ago

প্রিয় বন্ধরা,

পৃথিবীতে দিনদিন অনলাইন থেকে ইনকাম করার রাস্তা কোন না কোন ভাবে তৈরি হচ্ছে এবং হয়েও যাবে। আমাদের বহুল পরিচিত অ্যাপস ফেসবুক অনলাইন থেকে ইনকাম করার সেই সুযোগ চালু করে দিয়েছে।

ফেসবুক থেকে এবার আয় করার সুযোগ দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।২০২১ সালের সীমিত সংখ্যক দেশে গ্রিলস ফিচারবাদ ছোট ভিডিও চালু করেছিল ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বিশ্বের ১৫০ টি দেশে এ সেবা চালুর ঘোষণা দিলো ফেসবুক'। সংক্ষিপ্ত ভিডিও এর ফরমেট থেকে এবার আয় করার সুযোগ থাকছে। ফিচারটির মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীর ৬০ সেকেন্ডের ছোট ভিডিও তৈরি করতে পারবেন এবং সেই ভিডিও শেয়ার করতে পারবেন। এমনকি ইন্সটাগ্রাম এর জন্য তৈরি ভিডিও যে কেউ ফেসবুকে শেয়ার করতে পারবেন। এর মাধ্যমে কনটেন্ট ক্রিকেটাররা উপার্জনের জন্য আরও একটি বড় মার্কেট পাবেন। শুধু তাই নয় অন্যের তৈরীর ভিডিও সংযোগ করে নতুন করে সুযোগ রয়েছে এই ফিচারটিতে। ফেসবুকের নিউজফিড এর ওপরে লাইট, রুম, গ্রুপে পাশে থাকবে এই ফিচার। মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ ফেসবুক বার্তায় জানিয়েছেন, এরই মধ্যে আমাদের সবচেয়ে দ্রুত বর্ধনশীল কনটের ফরমেট।যা বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর জন্য সহজলভ্য করা হয়েছে।

face-samakal-6232aacf37ff1.jpg

source

এবার কথা হল কিভাবে আপনারা উপার্জন করবেন।

ইনস্টাগ্রাম ইউস এর মতোই ফেসবুক থেকে উপার্জন করা সম্ভব। সে ক্ষেত্রে ক্রিকেটারকে ব্র্যান্ড পোষণ করতে হবে। বিভিন্ন সংস্থা রয়েছে যারা ক্রিকেটারদের মাধ্যমে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকেন। সেক্ষেত্রে ফেসবুকে যত বেশি ফলোয়ার্স থাকবে সেই ক্রিকেটারের তত বেশি উপার্জন ও সম্ভাবনা রয়েছে। এছাড়াও বিভিন্ন ইনফর্ম আর্থিক সংস্থা রয়েছে এই সংস্থাগুলোর ফেসবুক রাজ্যের বিভিন্ন ক্রিকেটারদের ম্যানেজ করেন। সেসব এজেন্সির মাধ্যমে বিভিন্ন সংস্থার সঙ্গে বিজ্ঞাপনের জন্য চুক্তি করা যেতে পারে। শুধু তাই নয় ভিডিও নির্মাতারা চাইলে নিজেরাই ভিডিও নিচে স্টিকার বিজ্ঞাপন দেখে সরাসরি আয় করতে পারবেন। নিউজ মিডিয়ার পর্দাজুড়ে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনাও রয়েছে ফেসবুকের।

আমাদের সাথে থাকুন

নতুন সব তথ্য জানুন

ধন্যবাদ