Different White Flower Photography

in #flower6 months ago

শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আমি একটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি । যদি ভালো লাগে তাহলে জানাবেন কিন্তু।তাহলে ফুলের ফটোগ্রাফি শেয়ার করা যাক। কেমন লাগে তা জানাবেন।

Screenshot_20240630-212748_Gallery.jpg

Screenshot_20240630-212732_Gallery.jpg

আমি কয়েক দিন আগে আমার বান্ধবীর বাসায় গিয়ে ছিলাম তার ভাইয়ের মুসলমানির দাওয়াতে। সেখানে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে তাদের বাড়ির রাস্তার পাশে একটা সুন্দর জায়গা আছে আমি শুনছি ওই খানে অনেক গুলো ফুল গাছ আছে । আমি সেখানে দেখতে পাই আসলে অনেক গুলো ফুল গাছ আছে।কিন্তু আমার কাছে একটা ফুল গাছ সুন্দর লেগেছে । তার পর আমরা আমাদের কিছু ছবি তোলার পর এ ফুলটির ফটোগ্রাফি করলাম।

এ ফুল গাছটি এত বেশি সুন্দর ছিল আমি এ ফুল গাছটির পাশে আমার কিছু ছবি তুললাম আমার ছবি গুলো এ ফুল গাছটির পাশে অনেক সুন্দর লাগছিল । ওখানে আমার সাথে বান্ধবীর ও আরো লোক ছিল তাদের কাছে ও এ ফুল গাছটি আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগে তারা ও এ ফুল গাছটির ফটোগ্রাফি করে। এ ফুল গাছটি তে অনেক ছোট ছোট ফুল ধরে আছে।

এ ফুল গাছটা এত বেশি ভালো লেগেছে আমার কাছে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার কাছে অসাধারণ সুন্দর লেগেছে এ ফুল গাছটি আমার মন ভরে গেছে এ ফুল গাছটি দেখে । এ ফুল গাছটি সাধারণত অনেক সুন্দর হয় আর বড় হয় এ ফুল গাছটি দেখে আমার চোখ জুড়ে গেছে এ ফুল গাছটি অসাধারণ সুন্দর লেগেছে।

বন্ধুরা আপনাদের কাছে ভালো লাগবে আমার ফুলের পোস্টটি। পোস্টটি যদি ভালো লাগে তাহলে মন্তব্য করে জানাতে ভুলবেন না কিন্তু। আমি অধিক আগ্রহে বসে রইলাম। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ।

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি/ব্লগ
ফটোগ্রাফার@sky-view
ডিভাইসSamsung A-5
লোকেশনবাংলাদেশ

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ছোট করে ও আমার মত করে আমার পরিচয়

IMG-20211206-WA0035.jpg

*🥀🌹আমি আশিক। আমি ঢাকায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি দিয়ে বিদেশ চলে যাই।তারপর আর পড়া লেখা করার সুযোগ হয়নি। বর্তমানে বাংলাদেশে গাড়ির ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং সর্বোপরি আমি সবসময় আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।ধন্যবাদ সবাইকে।


5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.