Flower photography that i love

in #flower6 months ago

আসসালামু আলাইকুম সবাই ভাল আছেন আশা করছি আশা রাখি পড়তে শুরু করতে ফটোগ্রাফার করার জন্য।

বিশ্বাসের ক্ষয়: বিশ্বাস হল যে কোনও সুস্থ সম্পর্ক বা সম্প্রদায়ের একটি মৌলিক উপাদান৷ যখন খারাপ লোকেরা বারবার প্রতারণা এবং কারসাজির মাধ্যমে বিশ্বাস লঙ্ঘন করে, তখন এটি ব্যাপক সংশয় এবং সতর্কতার দিকে পরিচালিত করতে পারে, যা মানুষের জন্য নতুন সম্পর্ক তৈরি করা বা তাদের সম্প্রদায়ের সাথে জড়িত হওয়া কঠিন করে তোলে।

WhatsApp Image 2024-07-03 at 3.03.24 PM.jpeg

WhatsApp Image 2024-07-03 at 3.03.25 PM.jpeg

WhatsApp Image 2024-07-03 at 3.03.26 PM (1).jpeg

WhatsApp Image 2024-07-03 at 3.03.26 PM.jpeg

WhatsApp Image 2024-07-03 at 3.03.27 PM.jpeg

WhatsApp Image 2024-07-03 at 3.03.28 PM (1).jpeg

WhatsApp Image 2024-07-03 at 3.03.28 PM.jpeg

খবরিয়া বিল্ডিং করেছে সেই বিল্ডিং এর উপর অনেকগুলো গাছপালার ওপেন করেছে সেই গাছগুলোর মধ্যে বিভিন্ন প্রজাতীয় গাছ রয়েছে যেমন ড্রাগন আর কিছু কাঁঠাল পেয়ারা এবং সজনে ডাটা ও বিভিন্ন রকম ফুল ফল গাছ রয়েছে। তার হাতের জোস অনেক ভালো সে যে কোন কিছুর করলে হয়ে যায় কিন্তু মনের দিক থেকে সে অনেক নষ্ট ও ময়লা আবর্জনার মত।

তাইতো আপনাদের মাঝে এ বিষয়টি শেয়ার করার জন্য চলে এলাম আশা করছি আপনাদের মনোভূত হবে যদি হয় সেটা জানাতে পারবেন মন্তব্যে। কারণ মন্তব্যে সবার জন্য উন্মুক্ত এবং আপনাদের জন্য উন্মুক্ত মধু আছে লেবু আছে আর এগুলো সম্বন্ধে অনেক ভালো একটি ওষুধ বানানো যায়।

অনেক সময় কাশির জন্য মধু লেবু এবং আদাতে এগুলো অনেক বেশি উপকারী আর এটা যদি খায় ইন্সটল মধু আর সত্যি বলতে এগুলো একটা ডাক্তারি টিপস এর মত বা ডাক্তারি এর মত কাজ করে এবং এই ওষুধটি অনেক জনপ্রিয় ওষুধ। কারণ অনেক সময় বিভিন্ন সিরাপ বা ট্যাবলেট এর কাছে যায় না তাই সেটি ওষুধ দিয়ে জমাতে হয়।

আর কথা বাড়াবো না সবার সুস্থতা কামনা করার থাকেনা বিদায় নিচ্ছি। আগামীতে ভিন্ন কোন ফটোগ্রাফি বা বিভিন্ন কোন টপিক নিয়ে আবার আসবে সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন। অবশ্য আপনাদের মাঝে ফিরে আসবো আবারো এ পর্যন্ত ভালো থাকুন এই বলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি/ব্লগ
ফটোগ্রাফার@sky-view
ডিভাইসSamsung A-5
লোকেশনবাংলাদেশ

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ছোট করে ও আমার মত করে আমার পরিচয়

IMG-20211206-WA0035.jpg

*🥀🌹আমি আশিক। আমি ঢাকায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি দিয়ে বিদেশ চলে যাই।তারপর আর পড়া লেখা করার সুযোগ হয়নি। বর্তমানে বাংলাদেশে গাড়ির ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং সর্বোপরি আমি সবসময় আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।ধন্যবাদ সবাইকে।


5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.