old dhakas recipe

in #food7 years ago

কোর্টের কাজ শেষ করে শাঁখারী বাজার দিয়ে তাঁতী বাজার ঢুকতেই চোখে পড়লো দুইতলার উপরের লেখা জগন্নাথ ভোজনালয়। খাওয়া শেষে নিজেকে নিজে ধন্যবাদ দিলাম এইখানে ঢুকেছি বলে। ৭ আইটেমের ভিতরে ৫ আইটেমের ৫টি বাটি খেয়ে শেষ। পেটে আর জায়গা ছিলো না তা নাহলে বাকি ২ আইটেম অবশ্যই খেয়ে দেখতাম। সবকিছুর স্বাদ লা জবাব। আর খাওয়া শেষে মিষ্টি কিছু আছে কিনা জিজ্ঞেস করাতে বলল পায়েস আছে দাদা! খানা শেষে ৫০০ মিলি মাম পানিসহ বিল আসলো ১২০ টাকা!! ভূল শুনেছি ভেবে আবার দাম শুনলাম। ১২০ টাকাই!!

image

প্লেস: জগন্নাথ ভোজনালয় (তাঁতী বাজার শিব মন্দির সংলগ্ন)
খাবারের স্বাদ: ৯/১০ (পায়েস ১০/১০)
পরিবেশ: পুরান ঢাকার ফ্লেবার
(এইখানে শুধুই নিরামিষ খাবার রান্না হয়)