জাফরান হোটেলের খাবার মেনু

in #food4 months ago (edited)

নিউ জাফরান রেস্টুরেন্ট(উত্তরা): নিউ জাফরান রেস্টুরেন্ট আসলেই একটি ভালো মানের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের খাবার মান, ভিতরের পরিবেশ, পরিস্কার-পরিচ্ছন্নতা, এদের সার্ভিস, দাম সবকিছু মিলে একটা মানসম্মত রেস্টুরেন্ট বলেই আমার মনে হয়। বিশেষ করে এদের রান্নার কোয়ালিটি এক কথায় অসাধারণ। কেউ যদি উত্তরার ১২-১৩ এর মোড়ে পারফেক্ট কোন রেস্টুরেন্টে খেতে চান, তাহলে এখানে চলে আসতে পারেন।

01_merged - Copy_page-0005..jpg

আমি উত্তরাতে গেলে, সুযোগ পেলে এই রেস্টুরেন্টের খাবার কখনই মিস করি না।
নিউ জাফরান রেস্টুরেন্টের ঠিকানা আপনাদের সুবিধার্থে নিন্মে দিয়ে দেওয়া হল-প্লট-২৯, সেক্টর-১৪, হালিম মার্কেট(১২, ১৩, ১৪) মোড়, উত্তরা, ঢাকা-১২৩০। চাইলে যে কেউ এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার করতে পারবেন.

রেস্টুরেন্টটি খোলা থাকে সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত। চাইলে আপনি এখানে বিভিন্ন অনুষ্ঠানে জন্য অর্ডার করতে পারেন।

আপনি ঢাকা ময়মনসিংহ রোডের হাউসবিল্ডিং, আজমপুর অথবা রাজলক্ষ্মী নেমে, সরাসরি ১২/১৩ মোড়ে চলে আসতে হবে।

সবকিছু যাচাই-বাছাই করে আমার মতে এই রেস্টুরেন্টের রিভিউ রেটিং হচ্ছে-(৪.৫/৫)