বাংলা খাবার তাই বাংলায় লিখছি। যে খাবার মিশে আছে আমার প্রাণের অস্তিত্বে, যারি স্বাদ গন্ধে আমাকে বিমোহিত করে, আজি তাকে দেখি প্রানে নাচন উঠে। জিহ্বে লালার স্রোতধারা ধরিবার নাহি পাই, মনে হয় যেন এখনি ছবি থেকে নিয়ে খাই। খুদা বারিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ দিব কিনা ভাবছি। 😀😀
You are a great writer.