ফ্রিলান্সিংঃ সকলের জন্য ইনকাম এবং রয়্যালিটি

in #freelancing8 days ago

ads.jpg

আজ সত্য কথাটা আপনাদের বলে যেতে চাই.....

আমার বাস্তা জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি। যখন একজন ব্যক্তি শিক্ষিত হাওয়ার পর যখন যোগত্যা অনুযায়ী কোন কাজ খুজে পায় না, তখন কেউ হতাশ হয়ে পড়ে আবার কেউ অসৎ পথ অবলম্বন করে। এটা যে কত বড় যন্ত্রণা যে পড়েছে সেই জানে।
তবে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে একটু দেখুন তো বেকার কে?

দৃষ্টিভঙ্গির পরিবর্তনঃ
যারা শিক্ষিত তারাই অধিকাংশ বেকার। আর যারা অশিক্ষিত তারা কেউ বেকার নয়। এর কারণ কী? কারণ হলো অশিক্ষিত ব্যক্তিটা সে বাস্তবিক কাজ জানে। আর শিক্ষিত ব্যক্তিটা কোন অভিজ্ঞতা ছাড়াই পুথিগত বিদ্যা অর্জন করেছে। তাই আমরা দেখতে পাই বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তীতে অভিজ্ঞতা ছাড়া চাকরি নাই। সার্টিফিকেট যেমন প্রয়োজন তেমনি অভিজ্ঞতারও প্রয়োজন।
ইনকাম যেহেতু সকলেরই প্রয়োজন। তাই আজকের ইনকামের সঠিক প্লাটফর্মটাকে ২ (দুই) ভাগে বিভক্ত করেছি। ১। কাজ যানা ব্যক্তি ২। কাজ না যানা ব্যক্তি।

১। কাজ যানা ব্যক্তিঃ
আমি দেখেছি এমন অনেকে আছেন, যারা অনেক ভালো কাজ জানেন কিন্তু ইনকাম করতে পারছেন না। তাদেরকে বলবো, আপনার একটি একটু ধর্য ধরে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিলান্সার, প্রোফারেডিং, এই সব মার্কেট প্লেসে আপনার কাজের অভিজ্ঞতা অনুযায়ী প্রোটফলিও তৈরি করুন এবং অন্য ফ্রিলান্সাররা যারা প্রোটফলিও তৈরি করেছেন তাদের প্রোফাইল দেখুন। অন্য টপ ফ্রিলান্সার দের গিগ বা প্রোটফলিও রিচার্জ করুন। আর মাঝে মাঝে যে কাজটি করতে চাচ্ছেন বুঝতে অসুবিধা মনে করতেছেন সে কাজের ইউটিউবে টিউটোরিয়াল দেখুন। আপনার কাজের যখন সঠিক ভাগে প্রোটফলিও সাজাতে পারবেন তখন অবশ্যয় আপনার বায়ার আসবেই। এর জন্য ধর্য ধরতে হবে।

২। কাজ না যানা ব্যক্তিঃ
যাদের অনলাইনে ইনকাম বিষয়ক কোন অভিজ্ঞতা নেই আজরকে পার্টটি তাদের টার্নিং পয়েন্ট হতে পারে। তাই গুরুত্ব সহকারে বিষয়টি পড়ুন এবং চিন্তা করুন।
কাজ না জানা ব্যক্তিদের বলবো আপনি কনটেন্ট ক্রিয়েটর হয়ে যায়। এখানে নিশ্চয়তা পাবেন। তবে ধর্য ধরে কাজ করতে হবে। মনে করবেন আপনার জীবনের স্মৃতির এ্যালবান হিসেবে কাজ করতেছেন। আপনার স্মার্ট ফোনের একটি ভিডিওই আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আর কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যদি কাজ করেন তাহলে ৩ বছরের টার্গেট নিয়ে কাজ করুন। তাহলে দেখবেন আপনার চ্যানেল ৩ বছরের আগেই মনিটাইজেশন হয়ে গেছে। আর এই ৩ বছরের ইনকাম ৬ মাসেই করে ফেলেছেন। তাই ধর্য ধরে কনটেন্ট তৈরি করে ইউটিউব এবং ফেজবুক পেজে আপলোড করুন। দেখবেন আপনার আনন্দময় ইনকামের পথ তৈরি হয়ে গেছে।

৩। র‌য়্যালিটিঃ
যারা র‌য়্যালিটি ইনকাম করতে চান আজকের দিনটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট। একটি কথা মনে রাখবেন। আপনি যেমন একটি বিল্ডিং তৈরি একদিনে করতে পারবেন না তেমনি আপনার একদিনে রয়্যালিটিও হবে না। তবে এর জন্য সময়ের প্রয়োজন।
র‌য়্যালিটি ইনকাম করতে হলে আপনাকে অবশ্যয় কনটেন্ট ক্রিয়েটর হতে হবে। কারণ আপনি একবার ভিডিও কনটেন্ট তৈরি করেছেন। এই ভিডিও থেকে আপনার বার বার ইনকাম আসতেছে। তাই একটু কষ্ট করলেই একটি চ্যানেল তৈরি করা সম্ভব। পৃথিবীতে ভ্রমণে ইনকামের একটি মাত্র পথ তা হলো কনটেন্ট ক্রিয়েটরদের।
তাই বলবো জীবনকে যদি উপভোগ করতে চান, তাহলে কনটেন্ট কিয়েটর হোন। কনটেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য তেমন কোন অভিজ্ঞার প্রয়োজন হয় না। শুধু মাত্র আপনার হাতের স্মার্ট ফোন দিয়েই সম্ভব।

পরিশেষে বলতে চাই, যারা স্থায়ী ইনকাম করতে চান? তারা যেন অবশ্যই একটি চ্যানেল তৈরি করেন। আপনাকে যেমন প্রতিদিন খেতে হয় তেমনি স্থায়ী ইনকামের জন্য আপনাকে আপনার প্রতিদিনের হিসাব টাকে একটি চ্যানেলের মধ্যে আপলোড করে রাখলেন। তাহলেই আপনার কনটেন্ট তৈরি হয়ে যাবে। আমি আপনাদের অনলাইনে ইনকামের সঠিক পরামর্শ উদাহরণ সহ আলোচনা করার চেষ্টা করলাম।

Sort:  
Loading...