ব্যাঙsteemCreated with Sketch.

in #froglast year

ব্যাঙ সবাই চিনে থাকেন। ব্যাঙ সর্বত্রই দেখা যায়। ব্যাঙ উভচর প্রাণী। ব্যাঙ বুকের উপর ভর দিয়ে চলে। এরা জলে ও স্থলে উভয় জায়গায় থাকতে পারে। ব্যাঙ একটি উপকারী প্রাণী। ব্যাঙ ফসলি জমির ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফেলে। ব্যাঙ আমরা উপকারী প্রাণী হিসেবে চিনে থাকি। ব্যাঙের প্রিয় খাবার হল পোকামাকড়। সাপের প্রিয় খাবার হল ব্যাঙ। ব্যাঙ সচরাচর সব জায়গায় দেখতে পাওয়া যায়। পৃথিবীতে বিভিন্ন প্রজাতির ব্যাঙ রয়েছে। এর মধ্যে বাংলাদেশে বেশ কয়েক জাতের ব্যাঙ পাওয়া যায়। পৃথিবীর মধ্যে আমাজন বনে বিষাক্ত ব্যাঙ দেখতে পাওয়া যায়। আমাদের বাংলাদেশে যে সকল ব্যাঙ দেখতে পাওয়া যায় এগুলো বিষাক্ত হয় না। আরে বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু ব্যাঙের মধ্যে রয়েছে কোলা ব্যাঙ, কুনো ব্যাঙ ও গেছো ব্যাঙ। কুনো ব্যাঙ বসত বাড়িতে থাকে। গেছো ব্যাঙ গাছে গাছে ঘুরে বেড়ায়। কোলা ব্যাঙ পানী ও স্থলে উভয় জায়গায় থাকে। কোলা ব্যাঙ খাওয়া যায়। অনেক জায়গার মানুষ কোলা ব্যাঙ খেয়ে থাকেন। কোলা ব্যাঙের মাংস অনেকটা মুরগির মাংসের মত।


Pixabay