কা‌জের প‌রিণ‌তি

in #funnyjocksstoryactorpoem6 months ago (edited)

এগি‌য়ে যাও সাহস নি‌য়ে ,
সাম‌নে ভো‌রের সূর্য আছে,
সকল ভাল কা‌জের পি‌ছে
পিছু লো‌কে ফ‌ন্দি আকে।

বলে সবাই বা‌জে ছে‌লে
শুধু শুধু কর্ম খু‌জে,
কথায় কথায় বা‌জে ব‌কে
এইতো লো‌কের স্বভাব ব‌টে।

ভাল কিছু হয়ে গে‌লে
বাহঃবা দেয় সবাই মি‌লে ,
কেউ বা আবার সাম‌নে গি‌য়ে
ব‌লে ,জানতাম এমনটাই যে হ‌বে।।