ছাগলsteemCreated with Sketch.

in #goatlast year

ছাগল একটি গৃহপালিত চতুষ্পদী প্রাণী। ছাগল সব জায়গায় দেখতে পাওয়া যায়। ছাগলের চারটি পা থাকে, এটার একটি মুখ থাকে একটি নাক থাকে দুইটা চোখ থাকে। ছাগল তৃণভোজী প্রাণী। এরা ঘাস লতাপাতা খেয়ে থাকে। ছাগল বিভিন্ন রঙের বা বিভিন্ন আকৃতির হয়ে থাকে। বাংলাদেশে বিভিন্ন প্রজাতি ছাগল দেখতে পাওয়া যায় এর মধ্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল অন্যতম । এক একটি ব্ল্যাক বেঙ্গল ছাগল দুই থেকে তিনটি বাচ্চা দিয়ে থাকে৷ ছাগলের মাংস খাওয়া যায়। ছাগলের দুধ খাওয়া যায়। ছাগলের চামড়াও ব্যবহার করা হয়।


Pixabay