about google

in #google7 years ago

গুগল ইনকর্পোরেটেড (ইংরেজি: Google Incorporated) মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক ইন্টারনেট এবং সফটওয়্যার কোম্পানী এবং বিশেষভাবে তাদের গুগল অনুসন্ধান ইঞ্জিনের, অনলাইন বিজ্ঞাপন সেবা এবং ক্লাউড কম্পিউটিংএর জন্য বিশ্বখ্যাত। এটি ইন্টারনেট ভিত্তিক বেশকিছু সেবা ও পণ্য উন্নয়ন এবং হোস্ট করে। প্রাথমিকভাবে এটি "এডওয়ার্ডস"[৫][৭] প্রোগ্রামের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে অর্থ আয় করে। এর প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ শহরে অবস্থিত। গুগলের মূলমন্ত্র হল "বিশ্বের তথ্য সন্নিবেশিত করে তাকে সবার জন্য সহজলভ্য করে দেয়া"[৮]। গুগলের অপ্রাতিষ্ঠানিক মূলমন্ত্র হল "Don't be evil" (মন্দ হইয়ো না)[৯][১০]। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুইজন পিএইচডি ছাত্র ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন গুগলের প্রতিষ্ঠাতা।

গুগল ইনক.
Google 2015 logo.svg
গুগল ওয়েব অনুসন্ধান-বিডি.png
গুগলের মূল পাতা (বাংলাদেশ)
ধরণ
পাবলিক (ন্যাসড্যাক: GOOG), (LSI: GGEA)
সংস্থাপিত
মার্কিন যুক্তরাষ্ট্র স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র (জানুয়ারি, ১৯৯৬
মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া (৪ই সেপ্টেম্বর, ১৯৯৮)[১][২][৩]
সদর দপ্তর
মার্কিন যুক্তরাষ্ট্র মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র[৪]
প্রধান ব্যক্তি
এরিক স্মিডট, পরিচালক
সের্গেই ব্রিন, সহ-প্রতিষ্ঠাতা
ল্যারি পেইজ, সহ-প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা
জর্জ রেয়েস, সিএফও
শিল্প
ইন্টারনেট, কম্পিউটার সফটওয়্যার
পণ্যসমূহ
গুগলের পণ্যতালিকা দেখুন
আয়
বৃদ্ধি ৩২.৯০৫ বিলিয়ন মার্কিন ডলার (২০১১)
বিক্রয় আয়
বৃদ্ধি ১১.৬৩২ বিলিয়ন মার্কিন ডলার (২০১১)
নীট আয়
বৃদ্ধি ৯.৭৩৭ বিলিয়ন মার্কিন ডলার (২০১১)
মোট সম্পদ
১৮.৪৭৩ বিলিয়ন মার্কিন ডলার (২০০৬)[৫]
মোট ইকুইটি
১৭.০৩৯ বিলিয়ন মার্কিন ডলার (২০০৬)[৫]
কর্মী
৫৭,১০০ (২০১৫)[৬]
সহায়কারী প্রতিষ্ঠান
AdMob, DoubleClick, On2 Technologies, Picnik, Zagat, ইউটিউব
স্লোগ্যান
Don't be evil
ওয়েবসাইট
www.google.com.bd (বাংলাদেশ)
www.google.com (বিশ্বব্যাপী)
গুগল প্রথম ইনকর্পোরেট হয় প্রাইভেট কোম্পানী হিসেবে ১৯৯৮ সালের ৪ই সেপ্টেম্বর এবং এর প্রাথমিক শেয়ার (আইপিও) ছাড়া হয় ২০০৪ সালের ১৯শে আগস্ট। সেই সময় ল্যারি পেইজ, সের্গেই ব্রিন এবং এরিক স্কমিট গুগলে ২০ (২০২৪ সাল পর্যন্ত) বছেরর জন্য একসাথে কাজ করতে একমত হন। ২০০৬ সালে, কোম্পানিটি মাউন্ট ভিউতে স্থানান্তরিত হয়।

যখন থেকে এটি ইনকর্পোরেশনে পরিবর্তিত হয় তখন থেকেই এটি সবদিকে বাড়তে শুরু করে, শুধুমাত্র অনুসন্ধান ইঞ্জিনই নয়। কোম্পানিটি অনলাইন সেবা যেমন জিমেইল - ইমেইল সেবা, গুগল ডকস - অফিস সুইট এবং গুগল প্লাস - সামাজিক নেটওয়ার্কিং সেবা প্রভৃতি প্রদান করে থাকে। গুগলের পণ্য ইন্টারনেট ছাড়াও ডেস্কটপেও ব্যবহার হয় যেমন গুগল ক্রোম - ওয়েব ব্রাউজার, পিকাসা - ছবি সংগঠিত এবং সম্পাদন করার সফটওয়্যার এবং গুগল টক - ইনস্ট্যান্ট ম্যাসেজিং এপ্লিকেশন প্রভৃতি। গুগল মোবাইল অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড এবং গুগল ক্রোম অপারেটিং সিস্টেম যা শুধু ব্রাউজার অপারেটিং সিস্টেম[১১] (বিশেষ ল্যাপটপ ক্রোমবুকে পাওয়া যায়) পরিচালনা করে।

গুগল সারা পৃথিবীতে বিভিন্ন ডেটা সেন্টারে প্রায় এক মিলিয়ন সার্ভার চালায়[১২] ও এক বিলিয়নের উপর অনুসন্ধানের অনুরোধ[১৩] এবং প্রায় ২৪ পেটাবাইট ব্যবহারকারী কর্তৃক তৈরী ডেটা প্রক্রিয়াকরণ করে প্রতিদিন[১৪][১৫][১৬][১৭]। ২০০৯ সালের সেপ্টেম্বর অনুযায়ী এলেক্সা আমেরিকার সবচেয়ে বেশী ব্যবহার করা ওয়েবসাইটের তালিকায় স্থান দেয় গুগলকে। এছাড়াও গুগলের অন্যান্য আন্তর্জাতিক সাইট যেমন ইউটিউব, ব্লগার এবং অরকুট[১৮] সেরা একশটি সাইটে স্থান পায়। ব্রান্ডয্ তাদের ব্রান্ড ইকুইটি ডাটাবেজে গুগলকে ২য় স্থান দেয়[১৯]। গুগলের আধিপত্য বিভিন্ন সমালোচনার জন্ম দিয়েছে যেমন কপিরাইট, গোপনীয়তা এবং সেন্সরশিপ প্রভৃতি[২০][২১]।
(cradit)[https://bn.m.wikipedia.org/wiki/গুগল]

Sort:  

Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%97%E0%A7%81%E0%A6%97%E0%A6%B2

Bro,Don't copy it may give you downvote.And your reputation may be down.