Grapes are a specially popular fruit

in #grapes6 years ago

এই মহান বিশ্বে বিভিন্ন রকমের ফল পাওয়া যায়। আর আমরা অথাৎ সাধারণ মানুষেরা অনেক রকম ফল খেয়ে থাকি এবং এক এক ফলের এক এক ধরণের স্বাদ পায়। এইসব ফলের ভেতরে আঙ্গুর ফল খুব আকর্ষনীয় একটি ফল। আঙ্গুর ফল অনেক রকম প্রজাতির হয়। সবুজ, কালো, সাদা এইসব ধরণের আঙ্গুর ফল পাওয়া যায়। দোঁয়াশ যুক্ত মাটি ও যেখানে রৌদ্রের আলো ভালো পায় সেইসব স্থানে আঙ্গুর চাষ ভালো হয়। আঙ্গুর ফল থেকে বিভিন্ন রকম খাদ্যর জিনিস তৈরি হয়। পাকা আঙ্গুর খেতে খুব সুস্বাদু হয়। আঙ্গুর ফল শুকিয়ে কিসমিস করা হয়ে থাকে। আঙ্গুর ফল খাওয়া খুব উপকার। প্রতিনিয়ত আঙ্গুর ফল খেলে অনেক ধরণের রোগের মোকাবিলা করা সম্ভব। images[1][6].jpg

Sort: