Green Photography
আসসালামু আলাইকুম সবাই ভাল আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থতা কামনা করে শুরু করছি আজকের পোস্ট। কেমন যাচ্ছে দিন সেটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করব তবে তার আগে শেয়ার করব ফটোগ্রাফি কেমন লেগেছে ফটোগ্রাফি গুলো সেটা অবশ্য মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু।
প্রতিদিনের প্রচেষ্টায় একটি খুব মাত্র পোস্ট সেই পোস্টের প্রচেষ্টায় একটিমাত্র ফটোগ্রাফি একটিমাত্র ফটোগ্রাফির ধারাবাহিকতা বজায় রেখে প্রতিদিন পোস্ট করে যাচ্ছি। তবে এই দিনটা প্রতিদিন দিন দিন যে হবে জীবন যাপনের ক্ষেত্রে শুধু যে পোস্ট করে যাচ্ছি তা কিন্তু নয় খাচ্ছি আবার খাচ্ছি বিরিয়ানি। বুঝতেই পারছেন আমার এ বিষয়বস্তুগুলো। আজকে কি নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করলাম দেখলেন তো সেটা আপনাদের ভালো লাগলে জানাবেন তো।
ভালো না লাগলেও জানাতে পারবেন কারণ সবার তো আর ভালো লাগবে তা নয় এটা হচ্ছে কচু গাছের পাতা বুঝতেই পারছেন দেখেই বুঝে ফেলেছেন যারা বোঝেন যারা চেনেন তারা জানেন। এ কচু গাছের অনেক গুনাগুন রয়েছে সেটা অবশ্যই বলতে চাই না কারণ বলতে গেলে দিন শেষ রাত শেষ খালি শেষ তবে এটা শেষ করা যাবে না তাই আর বললাম না। শুধু বলবো অনেক উপকারিতা রয়েছে এটা এমন একটা খাবার ভিটামিন সি যুক্ত খাবার চোখের জন্য অনেক ভালো।
কি আর করার ব্যস্ত সময় যেহেতু সবার সবার মত করে যাচ্ছে দিন আমিও যাচ্ছি আজকের মত মলিন এবং কথা বলে বিদায় নিচ্ছি আজকে। আগামীতে ফটোগ্রাফি না হলে কোন গল্প না হয় কোন কবিতা অথবা কোন স্বল্প। এভাবেই চালিয়ে দিব আগামী দিনের বন্ধুত্ব। কথা না বাড়িয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!