### আল্লাহর প্রতি ভিরুতা 🎇🎇🎇
আজ ৩০ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে আমি আমাদের স্থানীয় মসজিদে এশা নামায শেষ করে মসজিদ হতে বের হয়ে মসজিদে ভিতরে লক্ষ্য করলাম যে, মসজিদের এক কোনায় ১৩ থেকে ১৪ বছরের একটা ছেলে নামায শেষ করে দুহাত তুলে আল্লাহর নিকট মোনাজাত করছে। আমি তার দিকে বাহির থেকে লক্ষ্য করলাম যে, ছেলেটি দীঘক্ষণ যাবৎ মোনাজাত করছে আর আমি অনুভব করলাম যে মোনাজাতে ছেলেটি কান্না করছে দৃশ্যটি দেখে আমার শরীর শিহরিত হয়ে উঠলো। হায় আল্লাহ ছেলেটি অবশ্যয় পরকালের কথা ভেবে মোনাজাতে কান্না করছে। হাই আল্লাহ আমাদের সবাইকে পরকালে কবরের আজাব মাফ করে দিয়েন।
আমিন