Sort:  

আপনার পছন্দের কোন জিনিস যদি আপনার বাচ্চা করতে না চায়

তাকে জোর করে সেকাজ করতে বাধ্য় করবেন না।

উলটে তার মতামতকে সম্মান করবেন।

ভুলে যাবেন না এই বয়সটা তাদের আনন্দ করার সময়।

বাচ্চা যত আনন্দে থাকবে, তত দেখবেন তার ব্রেন পাওয়ার বাড়বে।