🌹🌹🌹Malaria 🌹🌹🌹🌹

in #health7 years ago

দুনিয়াতে যত রোগ আছে , তার মধ্যে ভয়াল এক রোগের নাম ম্যালেরিয়া ।আগে ধারনা করা হতো দূষিত বাতাস থেকে এই রোগ হয়।কিন্তু পরে জানা যায়- মশা বাহিত এক প্রোটোজোয়া প্লাজমোডিয়াম দিয়ে হয় এই রোগ।

এই রোগের ভয়াবহতা বলে শেষ করা যাবে না ।ব্রেইন ইনফেকশন থেকে শুরু করে সাড়া শরীরের সব সিস্টেমের সিম্পটম তৈরী করে এই ম্যালেরিয়া ।বলা হয়ে থাকে- সাড়া বিশ্বে প্রতি বছর প্রায় ২০ কোটি মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয় ।আর আফ্রিকান কান্ট্রি গুলোতে দৈনিক প্রায় ১৩০০ জন মানুষ মারা যায় ম্যালেরিয়া রোগের ছোবলে।

গত ৪৫ বছর ধরে গবেষনার ফসল হিসেবে দুনিয়াতে আসতে যাচ্ছে প্রথম বারের মত - ম্যালেরিয়া রোগের ভ্যাক্সিন ।এই টিকা ৫ থেকে ১১ সপ্তাহের বয়সের বাচ্চাদের জন্য প্রযোজ্য এবং এখন পর্যন্ত প্রায় ৫০% কার্যকর হিসেবে প্রমাণ পাওয়া গেছে।

এই গবেষোনায় খরচ হয়েছে প্রায় ৫০০ মিলিয়ন ডলার ।গবেষণা করেছেন লন্ডন ভিত্তিক বিখ্যাত রিসার্চ ব্র্যান্ড গ্লাক্সোস্মিথ ক্লাইয়েন ।খরচের উৎস হিসেবে ছিলেন বিল গেটস এর মেলিন্ডা ফাউন্ডেশন ।

ইউরোপিয়ান লাইসেন্স ও US FDA লাইসেন্স পেলে আগামী বছর থেকে এই টিকা বাজারজাত করবে GSK .. এখন আফ্রিকাতে আরেকটা ট্রায়াল চলছে ।।

#মরনঘাতী রোগ গত বিংশ শতাব্দীর পুরোটা সময় , পুরো দুনিয়া বাসী কে ব্যাপক পেইন দিয়েছে ।।এখন সময় হয়েছে দুনিয়া থেকে বিদায় নেয়ার এই ম্যালেরিয়ার ।

মেডিকেল লেসনঃ

৪ টা ইনফেকশন হইলে জ্বরের সাথে কাঁপুনি হয় ।সেই চারটা রোগ মনে রাখার সূত্র হলো - CAMP

C= Cholangitis

A= Abscess ( mostly Liver Abscess)

M= Malaria

P= Pyelonephritis

Sort:  

Dear friend, you do not appear to be following @wafrica. Follow @wafrica to get a valuable upvote on your quality post!

Dear friend, you do not appear to be following @artzone. Follow @artzone and get added to our voting list for valuable up-votes!