Better Life The Diary Game| | 2 Jul 2024 | | বৃষ্টিতে আলিঙ্গন

in Steem4Bloggers6 months ago

بسم الله الرحمن الرحيم


1000009972.jpg

Thumbnail Image Edited By PicArt
আমি @habib35 From #bangladesh

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন,কেমন আছেন সবাই?আশা করছি পরিবারের সবাইকে নিয়ে মহামহিম রবের মহিমায় ভালো আছেন,আলহামদুলিল্লাহ আমিও দয়াময় মহান রবের দয়ায় ভালো আছি।


আজ আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম,নতুন আরেকটি ডায়েরি নিয়ে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ।

আজ আমার ডায়েরি শুরু করবো দুপুর থেকে, সকাল নিয়ে বলার তেমন কিছুই নেই,কারণ আমার প্রতিদিনের সকাল একই রকমের হতে থাকে।

তাহলে চলুন শুরু করা যাক

বেলা ১১ টায় একটু ঘুমিয়েছিলাম, ১টার সময় ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে,নিজেকে আর আটকানো সম্ভব হলোনা বৃষ্টিতে আলিঙ্গন করা থেকে,তাই ছুটে গেলাম বৃষ্টিতে নিজেকে বিলিয়ে দিতে,বৃষ্টি আমার খুব প্রিয়,বৃষ্টিতে ভিজতে,পাখির মত ডানা মেলে বৃষ্টির মাঝে দৌড়াদৌড়ি করতে আমার যে বড্ড ভালো লাগে,তাই নিজেকে বৃষ্টির মাঝে সঁপে দিতে পৌঁছে গেলাম সাদের উপর।

জমিদারি ভাব নিয়ে পিক

1000009936.jpg

1000009967.jpg1000009926.jpg

1000009933.jpg

1000009092.png

অল্প সময় গোসল করতেই বৃষ্টিরা আমার সাথে অভিমান করে পালিয়ে গেলো,আমার গোসল আর সমাপ্ত হলোনা,তাই আমার অসমাপ্ত গোসল সমাপ্ত করার লক্ষ্যে ওয়াশরুম গেলাম,এবং আমার গোসল সমাপ্ত করলাম,গোসল সেড়ে নিয়ে যোহর এর নামাজ আদায় করলাম,নামাজ শেষে খাবার খেয়ে ক্লাসে বসলাম,আছরের আগ পর্যন্ত ক্লাস করলাম।ক্লাস শেষ করে আমার আজকে কিছু কেনাকাটা ছিলো তাই আমি ও আমার সহপাঠী ভাই দুজনে শহরের উদ্দেশ্যে বাহিরে বের হলাম।


প্রথমেই আমরা বগুড়ার "Runner Plaza" তে গেলাম এখানে আমার সহপাঠী ভাই টাকা উত্তলন করার জন্য ডাচ বাংলা ব্যাংকে গেলেন আর আমি বাহিরে থেকে বাহিরে কিছু দৃশ্য মোবাইলে ধারণ করলাম।

ফুলের সৌন্দর্যতা

1000009947.jpg

1000009950.jpg1000009951.jpg

1000009952.jpg

1000009092.png

এরপর আমরা একটা ফোন কেনার জন্য অন্য আরেকটি মার্কেটে গেলাম,আমার একটা বাটন ফোন প্রয়োজন ছিলো,মোবাইল মার্কেটে গিয়ে বিভিন্ন মডেলের ফোন দেখলাম দেখার পর একটা ফোন সিলেক্টেড করলাম।

মোবাইলের দোকানে
1000009954.jpg1000009956.jpg

অনেক কয়টা ফোন দেখার পর,Symphony hero20 ফোন নেওয়ার সিদ্ধান্ত নিলাম,ফোনের দাম ছিলো বাংলাদেশি টাকায় ১২০০,ফোন নেওয়ার পর আমরা অন্য আরেকটি মার্কেটে গেলাম,কারণ আমাদের আরও দুইটা জিনিস কিনতে হবে।

1000009092.png

ফোন কেনার পর আমরা হাত মোজা ও পা মোজা কেনার জন্য পাইকারী দোকানে গেলাম,সেখানে থেকে ৫জোরা হাত মোজা ও ৫ জোরা পা মোজা কিনলাম।যার মূল্য বাংলাদেশি টাকায় ৩০০ ছিলো।

হিজাবের দোকানে

1000009959.jpg

এই মোজা বাহিরে খুচরা দোকান থেকে নিলে আরও বেশি টাকা লাগতো,তাই আমি মোজা নিলে এখানেই থেকেই নিয়ে থাকি।

1000009092.png

এরপর আমরা হিজাব এর সিট কেনার অন্য আরেকটি দোকানে গেলাম,অনেক গুলো কাপড় আমাদেএ দেখালো সেখানে থেকে আমরা দুইটা কাপড় পছন্দ করে কিনে নিলাম।মোট ৯ গজ কাপড় নিয়েছি,মূল্য বাংলাদেশি টাকায় ১৩২০ টাকা।

কাপড়ের দোকানে

1000009965.jpg

1000009962.jpg1000009963.jpg

কাপড় গুলো আমার খুব পছন্দ হয়েছে ইনশাআল্লাহ যার জন্য ক্রয় করলাম আমার বিশ্বাস সে-ও খুব পছন্দ করবে,আর আমার পছন্দ নাকি খুব ভালো মানুষে বলে😇

1000009092.png

আমাদের কেনাকাটা এখানেই শেষ হলো,তারপর আমরা একটি রিক্সা নিয়ে মাদ্রাসায় ফিরে আসলাম,এসে অজু সেড়ে নামাজ আদায় করলাম।

আজকের মত আমার ডায়েরি এখানেই শেষ করছি,শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অগণিত ধন্যবাদ।

শুভেচ্ছান্তে
@habib35

আবারও দেখা হবে নতুন কোন লেখায় ইনশাআল্লাহ সে পর্যন্ত সাথেই থাকুন
Sort:  
Loading...

Hi @habib35

Rain is a force of nature that we can't control, and it's arrival is often unpredictable. Rain is remind us the beauty of impermanence and the importance of appreciated each moment.