Better life The Diary Game || 27-June2024 রাতের কেনাকাটা ও খাওয়া দাওয়া

in Steem4Bloggerslast month

اسلام عليكم و رحمةالله وبركاته


আমি @habib35 From #bangladesh

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন,আশা করছি পরিবারের সবাইকে নিয়ে মহামহিম রবের মহিমায় ভালো আছেন,আলহামদুলিল্লাহ আমিও রহমতের সাগর রব্বুল আলামীন এর দয়ায় ভালো আছি।


আজ আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন আরেকটি ডায়েরি নিয়ে।আশা করবো শেষ পর্যন্ত সাথেই থাকবেন ইনশাআল্লাহ।


গতকাল হুট করেই কেনাকাটার জন্য বাহিরে যাওয়ার ইচ্ছে করলাম,আমি ও আমার প্রিয় ভাই @memamun তাই এশার নামাজ শেষ করেই রাতের খাবার না খেয়ে বের হলাম শহরের উদ্দেশ্যে,একটা রিক্সা নিয়ে দুজনে গল্প করতে করতে খুব শীগ্রই পৌঁছে গেলাম শহরে।শহরে গিয়ে প্রথমে একটা আতর কিনলাম।আমি আতর নিয়মিত ব্যবহার করি আর আতর ব্যবহার করা আমাদের নবীর সুন্নাত। তারপর গেলাম কসমেটিকস এর দোকানে।দোকানে গিয়ে প্রয়োজনীয় জিনিস গুলো নিলাম।

কসমেটিকস এর দোকানে

1000009266.jpg

1000009264.jpg1000009268.jpg

1000009269.jpg


কসমেটিকস কিনে বাহির হওয়ার সময় দেখলাম,রাস্তার পাশে বিস্কুট, চানাচুর এর পাইকারী দোকান,আর আমার চানাচুর খেতে ভালো লাগে,একটু চানাচুর খাইলে পানি খাওয়ার ইচ্ছে হয়,আর আমি পানি এমনিতেই খেতে পারিনা, চানাচুরের অছিলায় তাও একটু খাই,তাই ৫০০ গ্রাম চানাচুর কিনলাম।

1000009273.jpg

চানাচুর কেনার সময়

কসমেটিকস ও চানাচুর কেনাকাটা শেষ করে আমরা গেলাম খেলাঘরে, আমাদের ক্রিকেট খেলার জন্য বল ও টেপ নিতে,কারণ আমাদের বল হারিয়ে গিয়েছিলো,আর পরের দিন যেহেতু শুক্রবার সেজন্য বল কেনা অত্যন্ত জরুরী ছিলো।আমরা প্রতি শুক্রবার অবশ্যই খেলাধুলা করি,এতে আমাদের খেলাও হয় সাথে সাথে শারীরিক ব্যায়ামও হয়।

1000009276.jpg

1000009275.jpg1000009274.jpg
খেলাঘরে আমরা

কেনাকাটা শেষে আমরা বাহিরে ফুটপাতে খাওয়ার পরিকল্পনা করলাম,বগুড়া শহরের সাতমাথায় অনেক ভালো খাবার পাওয়া যায়,সেখানে গিয়ে প্রথমে হালিম খেলাম তারপর মুড়ি খেলাম।

1000009277.jpg

1000009278.jpg1000009281.jpg
খাওয়ার সময়

খাওয়া শেষে কিছু ফটো উঠালাম হাতে থাকা ফোন দিয়ে।

1000009291.jpg

1000009288.jpg1000009287.jpg

কেনাকাটা,খাওয়া দাওয়া,ও ঘোরাঘুরি শেষে আরেকটি রিক্সা নিয়ে আমরা মাদ্রাসায় ফিরলাম,মাদ্রাসায় এসে তখন আনুমানিক রাত ১১ টা বাজে,এরপর একটু ইন্ডিয়া ও ইংল্যান্ড এর খেলা দেখলাম,যদিও আমার খেলা দেখতে একটুও ভালো লাগেনা।তারপর আয়াতুল কুরসি,সুরাহ মুলক, সুরাহ বাকারাহ এর শেষের দুই আয়াত ও তিন তাসবীহ পড়ে ঘুমের রাজ্যে চলে গেলাম।


আজকের মত এখানেই বিদায় নিচ্ছি,আপনার দোয়ায় আমাকে ও আমার পরিবারসহ গাজাবাসীকে ভূলবেন না।

শুভেচ্ছান্তে
আপনাদের প্রিয় @habib35
আবারও দেখা হবে নতুন কোন লেখায় ইনশাআল্লাহ