You are viewing a single comment's thread from:

RE: SEC | S20W6: "The Use of Drones in Agriculture.

in Steem-Agro6 days ago
Welcome to the agro learning challenge season 20 Week-5.

Observations and suggestions:
বাংলাদেশে এখনো ড্রন দিয়ে সঠিক ভাবে ফসল ফলানোর প্রক্রিয়া বেশিরভাগ মানুষ জানে না তারপরেও আপনি ভালো লিখেছেন ভাই। তবে আমাদের এলাকায় পরিক্ষা মূলক হলেও কিছু সেন্সর লাগিয়ে ড্রনের মাধ্যমে আমি ফসলের মাঠ পরিদর্শন করাবো। আপনি যে বিষয় গুলো আলোচনা করেছেন তার সবগুলোই নিখুঁত ভাবে পরিক্ষা করতে পারে ড্রন। বিশেষ করে মাঠির অবস্থা বা পুষ্টি গুন সহজেই নির্ণেয় করতে পারে। আপনার এলাকায় কৃষি অফিস থেকে কখনো ড্রন দিয়ে জমি পরিদর্শন করালে অবশ্যই তা দেখার অনুরোধ করবো তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন ড্রন দিয়ে কিভাবে জমি চাষকে সহজ করা হয়েছে। বর্তমান পাতা পোড়া রোগ গুলো নির্ণেয় করতে কৃষক ভাইদের পরিশ্রম করতে হয় কিন্তু ড্রনের সেন্সর সহজেই বলে দিতে পারে সেটা কি রোগ। তাই আধুনিক কৃষি সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন এবং কৃষি আপডেট গুলো নিয়মিত পড়ুন ভাইয়া।

Plagiarism free
AI Free
#steemexclusive
Grade9.29/10

Feedback:

TEAM-AGRO_20240909_114600_0000.png

Sort:  

আপনার নিখুঁত পর্যালোচনার জন্য ধন্যবাদ। মানসম্মত পয়েন্ট কাউন্ট করতে পেরে আমি আনন্দিত। আল্লাহ আপনার মঙ্গল করুক। আমিন।

আমি কমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি আপনি একজন ধর্মভীরু মানুষ আপনি আমার জন্য দোয়া করবেন ভাই। আল্লাহ আপনার নেক হায়াত দান করুক আপনার বাবা মা কে সুস্থ রাখুক 🤲

আমিন ❤️🤲♥️