My mess life experience.
Mess life is not as easy as it may seem. This is especially true for those who cannot eat out-of-the-way or mess-cooked food other than home-cooked meals. Since the students study from the mess because of the pressure of study or because the college is far away from home, it is very difficult to study from the mess if the food is not good.
Mess life is a joy in the eyes of others but not in my life. I couldn't study well at home so I called my husband. It was a lot of fun when I first got up in the mess because many of my acquaintances were in the mess at that time. I used to eat and drink together, go to study, go to sleep and visit many places at that time. In the afternoon we would all go out to eat fast food together.
But the second mess life was not pleasant for me. No one in the mess knew me, not even my roommate. It was hard to sleep alone at night. Alone in the room all day. There was no one I could talk to lightly.
I stayed in the mess for a few more days but I could not stay in the suffocating environment and left as soon as the test was over. I'm fine now with the open environment of the house.
মেস লাইফটাকে যতটা সহজ মনে করা হয়, প্রকৃত পক্ষে ততটাও সহজ নয়। বিশেষ করে যারা বাড়িতে রান্না করা খাবার ব্যতিত বাইরের খাবার বা মেসে রান্না করা খাবার খেতে পারেনা তাদের জন্যে আরও বেশি কষ্টকর। যেহেতু পড়াশোনার চাপের জন্যে বা বাড়ি থেকে কলেজ অনেক বেশি দূরে হওয়ায় ছাত্র ছাত্রীরা মেসে থেকে পড়াশোনা করে সেহেতু খাদ্য খাবার ভালো না হলে মেসে থেকে পড়াশোনা করা অনেক কষ্টকর।
মেস জীবনটা অন্যদের চোখে আনন্দের কিন্তু আমার জীবনে নয়। বাসায় ঠিক মতো ভালো করে পড়াশোনা করতে পারছিলাম না তাই আমার হাসবেন্ডকে বলে মেসে উঠেছিলাম। মেসে যখন প্রথম উঠেছিলাম তখন বেশ মজা হতো কারণ আমার পরিচিত অনেকেই মেসে ছিল সে সময়। একসাথে সবাই খাওয়া দাওয়া করতাম, পড়তে যেতাম, ঘুমাতে যেতাম অনেক যায়গায় ঘুরতেও যেতাম সেসময়। বিকেল বেলা সবায় একসাথে ফ্রাস্ট ফুড খেতে বের হতাম।
কিন্তু দ্বিতীয় বারের মেস জীবনটা আমার জন্যে সুখকর ছিলনা। মেসে কেউ আমার পরিচিত ছিলনা একজনও নয় এমনকি আমার রুমমেটও ছিলনা। রাতে একা ঘুমাতে কষ্ট হতো। সারাদিন রুমে একা। কেউ একজনও ছিলনা যার সাথে একটু কথা বলে হালকা হবো। আর মেসের খালা ছিল তো ছিল মাশাআল্লাহ্।
আমি মেসে আরো কিছুদিন থাকতাম কিন্তু দমবন্ধ পরিবেশে আমি আর থাকতে না পেরে পরিক্ষা শেষ হওয়ার সাথে সাথেই চলে আসি। বাসার খোলামেলা পরিবেশে এখন আমি বেশ ভালো আছি।