You are viewing a single comment's thread from:

RE: লেখার মান নির্ধারণের পদ্ধতি।(Way of evaluating the writing skills)

in Incredible India10 months ago

দিদি সত্যি আপনার লেখাগুলো যখন পড়ি কেমন যেন শুধু পড়তেই মনে চায়, আপনি যে কথাগুলো বলেছেন একদমই বাস্তব কথাগুলো তুলে ধরেছেন।

আমি আমার নিজের কথাই বলছি, আমি মোটামুটি এখন অন্যদের লেখা পড়তে শুরু করেছি, কিন্তু আমি নিজে যেকোনো বিষয়ে লিখতে সাহস পায় না। শুধু মনে হয় কিভাবে লিখব আর কোথায় শেষ হবে? থাক আজকে ডায়েরি গেম লিখে দিই অন্যদিন অন্য বিষয়ে লিখব, কিন্তু সেদিনও ডাইরি গেম ছাড়া আর কোন লেখা আসে না।
আর অন্য ভাষার লেখাগুলো ট্রান্সলেট করা ছাড়া পড়তে পারি না, আর ট্রান্সলেট করে পড়তে গেলে বুঝতে পারি না।
আসলেই আমাদের এমন লেখাগুলো লেখার দরকার যেগুলো পড়ে মানুষ কিছু জানতে পারবে শিখতে পারবে বুঝতে পারবে।
ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।