Better Life With Steem || The Diary game || 14/6/2024

in Incredible India2 months ago

বিসমিল্লাহির রাহমানির রাহিম

1000098438.png

[Canva]

বন্ধুরা,, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের দিনটা কিভাবে পার করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত,চলুন আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করি।


আজকে সকালবেলা ঘুম ভাঙলো ছেলের কান্নার শব্দ শুনে, ছেলে উঠে বসে আমাকে নাড়াচ্ছে আর আম্মু আম্মু ডাকছে তখন আমার চোখে তো ভরপুর ঘুম সারা দিতে ইচ্ছা করছিল না এক পর্যায়ে জোরে চিৎকার করল তারপর ঘুম থেকে উঠে বসলাম। আর যার জন্য কান্না করছে সেটা হলো ও বাথরুমে যাবে তার জন্য আমাকে ডাকছিল।

1000097999.jpg

এরপর ঘুম থেকে উঠে ছেলেকে বাথরুম করিয়ে ওকে শুয়ে দিয়ে আমি হাতমুখ ধুয়ে ওযু করে ফজরের নামাজ পড়ি। নামাজ পড়ে এক গ্লাস পানি খেয়ে তারপর কিচেনে যাই, কিচেনে গিয়ে থালা-বাসন গুলো ধুয়ে এসে পড়ি। আর সাহেব কয়েকদিন ধরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার কাজে চলে যাই। আসলে কোরবানি তো কিছু মানুষই তো কেনাকাটা করে তার জন্য ভিড় থাকে যে কারণে তাড়াতাড়ি যেতে হয় তাকে। আর যাওয়ার আগে সকালের নাস্তা কিনে দিয়ে যায়। সে কিছু না খেয়ে এক গ্লাস পানি খেয়ে চলে গেল খেতে বললাম খেলো না তারপর আমরা নাস্তা করি।

1000098008.jpg

সকালের নাস্তা করে কিছুক্ষণ বসে থেকে তারপর যাই রান্না করার আয়োজনে, সবকিছু গুছিয়ে রান্না করা শুরু করে দিলাম। আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে পটল আর কলমি শাক ভাজি। রান্নাবান্না এবং সবকিছু গুছানো ১২:৩০ টার ভিতরে শেষ করলাম। রান্না শেষ করে তারপর কিছুক্ষণ বিশ্রাম নিলাম।

1000098156.jpg

বিশ্রাম নিতে গিয়ে অনেকটা সময় পার হয়ে গেল তখন দেখি ঘড়ির কাটায় আড়াইটা বেজে গেছে, এরপর তাড়াতাড়ি করে উঠে গোসল করে আসি। আর আজকে ছেলেকে আমার গোসল করাতে হয়নি, মেয়ে দুপুর একটার সময় যখন গোসল করছিল ওই সময় ওর ভাইকে গোসল করে দিয়েছে। যাক কিছুটা সময় এগোতে পারলাম। এরপর আমি তাড়াতাড়ি করে গোসল করে এসে জোহরে নামাজ পড়ি। নামাজ পড়ে আমরা তিনজনে মিলে দুপুরের খাবার খেয়েছি, সাহেব দুপুরে ভাত খেতে আসেনি তার ব্যস্ততার কারণে।

1000098510.jpg

যাইহোক দুপুরের খানা খেয়ে থালা-বাসন গুলো ধুয়ে রাখি। যখন থালাবাসন গুলো ধুতে ছিলাম তখন মনে মনে বলি এখন কিছু ছাই থাকলে ভালো হতো যতই ভিম দিয়ে ধুইনা কেন তরকারির একটা লালছা ভাব থেকে যায়। এইরকম ভাবে মনে মনে বলতেই দেখি ছাই ওয়ালা এসেছে। এরপর চট করে গিয়ে তার কাছ থেকে কিছু ছাই রাখি।

তারপর যাই ছেলেকে ঘুম পাড়াতে ছেলে ঘুমিয়ে পড়ে আমি ঘুমাইনি ওর পাশে শুয়ে ছিলাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর শুনি আসরের আযান দিচ্ছে এরপর শোয়া থেকে উঠে অজু করে আসরের নামাজ পড়ি। আসরের নামাজ পড়ে আমার ছোট বোন এবং দুলাভাইয়ের সাথে অনেকক্ষণ সময় কথা বলি। তাদের সাথে কথা বলতে বলতে এতটা গাড় হয়ে গেছি যে এদিকে মাগরিবের আজান দিছে তার কোন হুশ নাই।

1000098344.jpg

যাইহোক ফোন কেটে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে ছেলে মেয়েকে সন্ধ্যায় নাস্তার জন্য নুডুলস রান্না করে দিলাম। আমরা মা মেয়ে খেলাম ছেলেকে আর খাওয়াতে পারিনি, একসময় ও এতটা নুডলস পছন্দ করতো প্রত্যেক দিনে দুই বেলা ওকে খাওয়াতে হতো আর এখন সহজে নুডুলসের ধারে কাছেই ঘেষতে চায়না। আমি সন্ধ্যার নাস্তা খেয়ে পোস্ট লিখতে বসি আর ছেলে আমার পাশে বসে ও খেলনা নিয়ে খেলা করছিলো। বন্ধুরা, এইভাবেই করে আমার জীবন থেকে আরও একটা দিন চলে গেল,সবার সুস্থতা কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি (আল্লাহ হাফেজ)

Sort:  
 2 months ago 

আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনের কার্যক্রম আমাদের সাথে ভাগ করার জন্য। দিনটি আপনার কর্মব্যস্ততায় কেটেছে। যেহেতু কদিন পর পবিত্র ঈদ তাই আপনাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। পরিবার সহ আপনার ঈদ ভালো কাটুক।

সকালে উঠেই ছেলেমেয়েদের ঝামেলা আমাদের অনেককেই পোহাতে হয়। আমিও এর ব্যতিক্রম নই। আমার ছেলের বয়স তিন মাস প্রায় হতে চললো। সেই ফজরের আজানের সময় ঘুম থেকে উঠে তারপর আর তার ঘুমানোর নাম নেই। তাকে কোলে নিয়ে থাকতে হয়। বিছানায় থাকতে চায় না। আর একটু পর পর কাপড় পালটিয়ে দিতে হয়।

সব মিলিয়ে আমাদের জীবন। সত্যি বলতে আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ। তারা ভালো থাকলে আমরাও ভালো থাকি। তাদের সুখে আমাদের সুখ। আপনার দিনের কার্যক্রম পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন আপু। ধন্যবাদ।

 2 months ago 

আগেও বহুবার বলেছি নুডুলস আমার খুব প্রিয়। আজ সন্ধ্যায় আপনি নুডুলস বানিয়েছিলেন। তারপর সবাই মিলে খেয়েছিলেন তবে ছেলে নুডুলস খায়নি৷ আপনার ছেলে আগে নুডুলস খেতে খুব পছন্দ করতো তবে এখন আর সেভাবে খেতে চায় না। ভালো লাগা, পছন্দ অপছন্দ মাঝে মাঝে পরিবর্তন হয়।

স্থান ভেদে একেক জিনিসের মূল্য একেক রকম হয়ে থাকে। গ্রামে ছাই সবাই ফেলে দেয় আর শহরে ইচ্ছে করলেই সেটা পাওয়া যায় না। ভালো লাগলো আপনার কার্যক্রম সম্পর্কে জানতে পেরে। ভালো থাকবেন।

 2 months ago 

ছেলেরা এক সময় নুডলস ভীষণ পছন্দ ছিল।কিন্তু এখন রুচি পরিবর্তন হওয়ার কারণে ওটা পছন্দ করে না। ঠিকই বলেছেন গ্রামের ছাই ফেলে দেয় আর শহরের মানুষগুলো ছাই কিনে ব্যবহার করে।

ধন্যবাদ খুব সুন্দর একটি কমেন্ট করলেন।।

 2 months ago 

আমি ছোটবেলা থেকেই নুডুলস ভীষণ পছন্দ করি আর এখনও ইচ্ছাটা তেমনই আছি। আমি মাঝে মাঝে দোকান থেকে নুডুলস এর বড় প্যাকেট কিনে নিয়ে আসি আর মা সেগুলো রান্না করে দেয় আমাকে। একজনের অব্যবহৃত জিনিস অন্য জনের কাছে প্রয়োজনীয় হয়ে পড়ে। গ্রামে যেহেতু জ্বালানি দিয়ে রান্না করা হয় তাই ছাই ফেলে দেয় আর সেগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হয়। ভালো থাকবেন।

Loading...
 2 months ago 

ধন্যবাদ আপনাকে আপনার একটি দিনের কার্যক্রম তুলে ধরার জন্য। আসলে ছোট ছোট বাচ্চারা থাকলে তাদের সমস্যা হলে তারা বাবা-মাকে ডাকবে এটাই স্বাভাবিক। যেহেতু আপনার ছেলে আপনাকে সকালে ডাকছিল কিন্তু আপনি ভর পুর ভাবে ঘুমিয়ে ছিলেন যার জন্য তার ডাকে সাড়া দিচ্ছিলেন না। যাই হোক সে জোরে চিৎকার করাতে আপনি ঘুম থেকে উঠে পড়েছেন এবং তার বাথরুম লেগেছিল তাকে বাথরুমে নিয়ে গিয়ে আপনি হাতমুখ ধুয়ে ফরজের নামাজ আদায় করে নিয়েছিলেন।

যাই হোক আপনার সাহেব আজ কয়েকদিন ধরে একটু দ্রুত কাজে চলে যাচ্ছে কারণ সামনে কোরবানি ঈদ অনেক মানুষ শপিং করতে যাচ্ছে যার জন্য তাকে একটু দ্রুত যেতে হচ্ছে।

সে সকালের না খেয়ে চলে যাই আপনি তাকে নাস্তা করে যেতে বলেছিলেন কিন্তু সে এক গ্লাস পানি খেয়ে চলে গিয়েছে বোঝা যাচ্ছে ভাই অনেক ব্যস্ততার ভেতরে আছে। যেহেতু সামনে কোরবানি ঈদ তাই অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল এবং আশা রাখি পরিবারের সাথে ঈদ খুবই ভালোভাবে কাটাবেন।

 2 months ago 

আসলে সকালে ঘুমটা একদম মধু হয় যে,তখন ঘুম থেকে উঠতে এবং কারো ডাকে সাড়া দিতে ইচ্ছা করে না। তারপর ছেলেটাকে উঠেছে এবং ঘুম ঘুম চোখে ছেলেকে বাথরুম করালাম।

আসলে সাহেব অনেকটাই ব্যস্ত তাই ঠিক মতন সকালের খাবারও খেয়ে যায় না এবং দুপুরে খাবার খেতে আসে না একবার রাতে একটা সময় আসে।ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর ধৈর্য সহকারে কমেন্ট করলেন ।

 2 months ago 

আপনার সারাদিনের দিনের কাজ কর্ম শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। সংসারের অনেক কাজ তাই আপনাকেও সারাদিন অনেক পরিশ্রম করতে হয়। আপনি দুপুরবেলায় পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছেন ।আর কলমির শাক। দুটো পদ আমার খুব পছন্দের। বাচ্চা ছেলে মেয়েরা বিকেল বেলায় বেশিরভাগ নুডুলস খেতে বেশি পছন্দ করে। ছাই দিয়ে বাসন মাজতে অনেকেই পছন্দ করে ।ছাই দিয়ে বাসন মাজলে বাসন নাকি খুব পরিষ্কার হয়। আমি কোনদিন ব্যবহার করিনি তবে শুনেছি।

 2 months ago 

আপনাদের ওখানে ছাই বিক্রি হয় শুনেই অবাক লাগলো। অবশ্য ঢাকা বলে কথা, ওখানে কাঠের উনুন আর কে ই বা ব্যবহার করবে। এটি বোধহয় সব বাচ্চাদের ক্ষেত্রেই হয়, একটা সময় একটা জিনিস খেতে খুব পছন্দ করে। তবে বেশ কিছু সময় বাদে সেটি একেবারেই খেতে চায় না। আপনার ছেলের ক্ষেত্রেও নুডুলসের বিষয়টি অনেকটা তেমনই হয়েছে। আপনার সারাদিনের গল্প শেয়ার করার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

 2 months ago 

মায়েরা সন্তানের জন্য কতটা সেক্রিফাইস করে সেটা মা হওয়ার পরে বুঝা যায়। আপনার সকালে ঘুম ভেঙেছে ছেলের ডাকাডাকিতে। সকালের নাস্তা করেছেন হোটেলের পরোটা এবং ডাল দিয়ে। আমি প্রায় প্রায় এটি খাই। আসরের পরে বোনের সাথে কথা বলার সময় অনেকটা সময় পার করেছেন। আসলে আত্মীয় স্বজনের সাথে কথা বলতে বলতে কখন যে সময় চলে যায় টেরি পাওয়া যায় না। অতঃপর সন্ধ্যার সময় নাস্তা হিসেবে নুডুলস রান্না করে দিয়েছেন। অনেক বেশি নুডুলস খেতে খেতে বোধহয় আপনার ছেলের এর প্রতি আর আগ্রহ নেই। আপনার দিনলিপি পরে ভালো লাগলো। ভালো থাকবেন।

 2 months ago 

সামনে যেহেতু ঈদ তাই আপনার হাসবেন্ড কে তাড়াতাড়ি নিজের কাজে বের হতে হয়। কেননা বর্তমান সময়ে কেনাকাটার জন্য খুব সকালে বের হয়। কারণ সকাল বেলার আবহাওয়া অনেক বেশি ঠান্ডা থাকে।ছাই ব্যবহার করলে বেশ ভালো হয় কেননা তরকারি লালচে ভাবটা অনেকটাই কেটে যায়। ধন্যবাদ একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

ছোট বাচ্চাদের সামলানো অনেক কঠিক কাজ।আপনার প্রশান্তির ঘুম আর হলো না।তবে ফজরের নামাজটা আদায় করতে পারছেন এটা একটা ভালো দিক।আপনার সাহেব ঘুম থেকে উঠেই কাজে চলে যায়।আপনি পটল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলেন।সন্ধ্যায় মেয়েকে নুডলস রান্না করে দিয়েছিলেন।খুব সুন্দর একটা দিন অতিবাহিত করেছেন। ধন্যবাদ