কোনো একটি সময় বাহিরে যাওয়ার মুহূর্ত।

in Incredible Indialast month

হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ রাত্রে। আশা করি আপনারা সবাই আজকের দিনটা খুবই সুন্দর ভাবে কাটিয়েছেন। এবং আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক বেশি ভালো আছি। তাইতো আজ আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে আসতে পেরেছি।

1000034071.jpg

যাহোক বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কোন একটি সময় বাহিরে যাওয়ার মুহূর্ত। আসলে বাহিরে তো আমরা কম বেশি ঘুরতে যাই। আবার অনেক প্রয়োজনীয় জিনিস নিয়ে আসার জন্য যায়। এই বার দিন বাহিরে গিয়েছিলাম খুবই সীমিত কাজের জন্য। সেখানে গিয়ে কিছুটা সময় কাটানোর মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করছি। আশা রাখি ভালো লাগবে আপনাদের কাছে।

যেদিন বাহিরে গিয়েছিলাম আমরা চারজন গিয়ে ছিলাম। এবং সেখানে গিয়ে অনেক খাওয়া দাওয়া করেছিলাম যে গুলো আমি আপনাদের মাঝে এক দিন শেয়ার করেছিলাম। যাইহোক আমার সাথে যারা ছিলো তারা ব্যাগ নেয়ার জন্য যায়। এবং এই ব্যাগের দোকানে গিয়ে ব্যাগ পছন্দ করতে করতে সময় কেটে যায় বেশ কিছু সময়। কিন্তু যারা ব্যাগ নেবে তাদের ব্যাগ পছন্দ হচ্ছিল না।

আসলে এগুলো ছোট ছোট ব্যাগ আমরা কাজে যাওয়ার সময় নিয়ে যায়। আমাদের প্রয়োজনীয় কিছু কাগজ এবং নিজের মোবাইল রাখার জন্য। এবং অনেকে অনেক কিছু তার দরকারি জিনিস রেখে দেয় এই ছোট ছোট ব্যাগে। এই ব্যাগের মূল্য খুব বেশি না তবে ব্যাগ প্রত্যেকটা মানুষের কাছে আছে এই মালয়েশিয়ায়।

1000034069.jpg

কারণ কাজের জায়গায় গিয়ে ব্যাগ না নিয়ে গেলে আমাদের সমস্যা হয়। সমস্যা বলতে মোবাইল রাখার জন্য এবং পাসপোর্ট এবং আরো অনেক প্রয়োজনীয় জিনিস যে গুলো আমরা আমাদের প্যান্টের পকেটে রাখতে পারি না। একটু বড় ব্যাগ হলে ভালো লাগে জিনিস গুলো রাখতে। আমার কাছেও দুইটা ব্যাগ আছে কিন্তু আমি অনলাইনে অর্ডার দিয়ে থাকি আমি দোকান থেকে এখনো নেইনি।

মামুন ভাই বেশির ভাগই ব্যাগ আমার অর্ডার দিয়ে থাকে অনলাইনে। যার জন্য দোকানে গেলেও আমি কখনো ব্যাগ নিয়ে আসেনি। যাই হোক আমার সাথে যারা ছিলো তারা ব্যাগ নেয়ার জন্য সেখানে যায়। কিন্তু ব্যাগের কালার তাদের কাছে পছন্দ ছিলো না। আসলে আমি মনে করি ব্যাগ পছন্দ আর না পছন্দ করার কিছু নেই এখানে। কারণ প্রতিদিন আমরা ব্যাগ ধুয়ে দেয় না। এবং কাজে গেলে ব্যাগে ময়লা হয়ে যায়। রং দেখার মতো মানুষ এখানে কেউ নেই। তবে অবশ্যই নিজেদের একটি পছন্দ আছে কিন্তু এতো বেশি সময় নিয়ে পছন্দ করা আমার পছন্দ না।

1000034074.jpg

1000034075.jpg

যাইহোক তারা ব্যাগ নিতে গিয়ে এতো বেশি পরিমাণ সময় দিয়ে ফেলেছিল যা ধৈর্যের বাহিরে। তাই আমি তাদের কে বললাম তাহলে আপনারা ব্যাগ পছন্দ করতে লাগেন আমি একটু পানি খেয়ে আসি। পানি বলতে আমি কমলার রস খেতে গিয়েছিলাম। মালয়েশিয়ায় বড় বড় পাতিলে পানি বিক্রি করে থাকে ঠান্ডা পানি। বরফ দিয়ে এবং আরো অনেক সেকারিন জাতীয় দিয়ে পানি বিক্রি করে। যাইহোক আমি গিয়ে একটি পানি নিয়ে চলে এসেছিলাম। পানি নিতে গিয়েও আমার অনেক সময় লেগে যায় কিন্তু তাদের ব্যাগ নেয়া শেষ হয় না।

1000034073.jpg

1000034072.jpg

একটু রাগ হচ্ছিল কিন্তু কিছু করার ছিলো না বাহিরে এক সাথে গিয়েছি। তাই তাদের কে বললাম আপনারা তাহলে ব্যাগ পছন্দ করতে লাগেন আমি একটু বাজার করে আসি। তখন তারা বলল ভাই বুঝতে পারছি আপনার একটু রাগ হচ্ছে। আমরা অনেক সময় আসলে পার করে ফেলেছি এখানে। কিন্তু তারপরে আমার একটি মানিব্যাগ অনেক বেশি পছন্দ হয়ে যায়। মানিব্যাগ এর দাম জিজ্ঞাসা করেছিলাম কিন্তু এতো বেশি দাম বলেছিল যা আমার পক্ষে নেয়া সম্ভব ছিলো না।

1000034070.jpg

কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিলো না তাই কিছু করার ছিলো না। আসলে যারা বাহিরে গিয়েছিল তারা আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল। যার জন্য আমার টাকা কমে যায় তারা বলছিল তাহলে আমাদের জিনিস নেওয়া লাগবে না আপনি মানিব্যাগ নিয়ে নেন। কিন্তু ভাবলাম তাদেরকে এক বার ধার দিয়েছি এবং তাদের কাছ থেকে নিয়ে আমি জিনিস নিয়ে আসলে বিষয়টি আসলে খারাপ লাগে। তাই বললাম কোন সমস্যা নেই পরবর্তীতে আমি আবার বাজারে আসলে মানিব্যাগ নিয়ে যাবো।

আসলে এই ছবি গুলো আমার ধারণা করা ছিলো আমি মুরগি ভাজি এবং বার্গার খাওয়ার মুহূর্ত আপনাদের মাঝে দিয়েছিলাম সেই সময় এই মুহূর্তটি আমার সাথে ঘটেছিল যা আপনাদের মাঝে আজ আমি শেয়ার করছি।

DeviceName
AndroidVivY77 /v2169 vivo
Camerafocal length:26mm(equivalent to 35mm focal length film)
LocationMalaysia 🇱🇷🇱🇷🇱🇷
Short by@bayezid123

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 last month 

আসলে আমি যতদূর জানি আপনাদের এই ব্যক্তির প্রত্যেকটা মানুষের কাজে চিনে রাখার জন্য প্রয়োজন হয়ে থাকে বিশেষ করে পাসপোর্ট মোবাইলের সব ধরনের জিনিস, এই কারণে ব্যাক্তি না জন্য ব্যাগের কালার দেখা প্রয়োজন না আপনার প্রয়োজন হলো আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য তারপরও মানুষের মনের পছন্দ আছে। এর কারণে হয়তো যে যার মতন পছন্দ মতন নিয়েছে।

যাই হোক আপনি আজকে আমাদের মাঝে যে পোস্টটি শেয়ার করছেন সেটা আসলে অনেক সুন্দর ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 last month 

পছন্দ অনেক বড় একটা ব্যাপার কারণ কোন জিনিস পছন্দ না হলে সেটা নিতে ইচ্ছা করে না।। এরকমটা আমারও অনেক হয়েছে জিনিস কিনতে যে পছন্দ না হওয়ার কারণে অনেক সময় অতিবাহিত করতে হয়েছে।।

 last month 

আসলে আমিও আপনার সাথে সহমত প্রত্যেকটা মানুষের জীবনে বা মনে পছন্দ আছে। তবে অনেক সময় আমাদের সাথে অনেক মানুষ যায়। এবং আমার এতটাই বেশি সময় নেয়া ঠিক হবে বলে মনে হয় না যেটার কারণে অন্য মানুষ বিরক্তি হয়ে যায়। এবং এই ব্যাংকগুলো আসলে সবকিছু ঝুলানো আছে। এখান থেকে চোখ যেখানে পড়বে সেখানে শুধু ব্যাগ দেখা যাবে। তাই পছন্দ করতে খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না।

 last month 

আমরা সব সময় মনে করি যত দেখবো তত ভালো ভালো জিনিস বের হবে আর এটার জন্যই আমরা অনেক সময় ভালো ভালো জিনিস কেনার বদলে খারাপ জিনিস কিনে ফেলি।।

 last month 

মালয়েশিয়া সাপ্তাহিক হাট গুলোতে সবকিছুই পাওয়া যায় এখানে মাঝে মধ্যে গিলে নিজের মনটাও ভালো থাকে। এখানে যেমন মানুষের ভিড়ে থাকে তেমনি জিনিসের দাম অনেক কম দামে কেনা যায়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়াতে থাকার সুবাদে আমাদের মাঝে এমন সুন্দর প্রেক্ষাপট তুলে ধরতে পারছেন।

 last month 

জি ভাই মালয়েশিয়ার সপ্তাহিক হাট গুলোতে সবকিছু আমরা পেয়ে থাকি। এবং সেখানে গেলে আমাদের মন অনেক ভালো থাকে। এবং তার কিছু মুহূর্ত আমি আপনাদের মাঝে তুলতে পারি বলে সব চেয়ে বেশি আনন্দিত অনুভব করি। শুভকামনা রইল আপনার জন্য আপনার দিন শুভ হোক।

 last month 

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার কমেন্টের খুব সুন্দর একটি রিপ্লাই দেওয়ার জন্য। মালয়েশিয়ারএই সাপ্তাহিক ঘাট গুলো যদি সব জায়গায় হয়তো তাহলে আরো বেশি ভালো হতো।

 last month 

আপনি আপনার বন্ধুদের সাথে মিলে একটা ব্যাগ কিনতে গিয়েছিলেন। যদিও ব্যাটা আত্মার কেনার জন্য ছিলনা আপনার বন্ধু কিনবে।
কিনতে লেট হওয়ায় আপনি বিরক্ত হয়ে বাইরে বের হয়ে গিয়েছিলেন।
আপনার একটা মানিব্যাগ পছন্দ হওয়ার পরও কিনতে পারেন নাই টাকা ছিলনা বলে।আপনার বন্ধুকে টাকা লোন দিয়েছিলেন।
আাশা করি দ্রুতই পরের বার এসে কিনে নিবেন
আপনার পছন্দের মানিব্যাগ।

 last month 

আসলে তারা এতটাই বেশি সময় দিয়েছিল সেখানে যা আমার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল, তবে বাহিরে থাকে ঘুরে গিয়ে একটি মানিব্যাগ আমার সত্যি অনেক বেশি পছন্দ হয়েছিল। এবং অবশ্যই আমি এই বার যে দিন বাহিরে যাবো সেদিন সেই মানি ব্যাগটি নিয়ে আসবো। আসলে একটি মানুষের কাছে যখন টাকা আমরা ধার দিয়ে থাকি। তখন সে টাকা টি নিয়ে নেয়া আমার কাছে তো খারাপ মনে হয়েছিল। যার জন্য আমি তার কাছ থেকে টাকা আর না নিয়ে তাকে বললাম সে নিয়ে রাখুক এবং তার জিনিস নিয়ে আসুক। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য উপহার দেওয়ার জন্য।