সবুজ গাছের মধ্য থেকে সাদা রংয়ের একটি ফুলের ফটোগ্রাফি।

in Incredible India3 days ago

সবুজ গাছের মধ্যেও বেরিয়ে এসেছে ছোট্ট সাদা একটি ফুল যে দৃশ্য মনে শান্তি নিয়ে আসে। সবুজ ও সাদা রঙের মধ্য জুড়ে আছে একটি অন্যরকম শান্তি। সবুজ রং আমাদের চোখে আরাম নিয়ে আসে। এবং সবুজ গাছ আমাদের চোখের সামনে সব সময় ভেসে বেড়াই। তাইতো সবুজের মধ্য ছোট্ট ওই সাদা রং আরো বেশি ফুটে উঠেছে।

1000046664.jpg

1000046661.jpg

বন্ধুরা আজ বিকেল বেলা এই ফটোগ্রাফি গুলো ধারণ করা হয়েছিল। আজকেও আমাদের কাজ ছিলো না ঘুম থেকে উঠেছিলাম অনেক দেরি করে। তার পাশাপাশি এলার্জির ঔষধ খাওয়ার জন্য ঘুম হচ্ছে অনেক বেশি। দেরি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুপুরে দুটো ভাত খেয়েছিলাম। ভাত খাওয়ার পরে ভাবলাম আজকে কিছু একটি তৈরি করতে হবে। তাই আজকে কিছু চিনি আটা নিয়ে গজা তৈরি করার জন্য প্রস্তুত নিয়ে ছিলাম।

1000046669.jpg

1000046668.jpg

কিন্তু দুঃখের বিষয় ছিলো রান্না ঘরে গিয়েও চোখ জুড়ে ঘুম আর ঘুম লেগেছিল। কিন্তু যে কাজ শুরু করেছি এই কাজ শেষ না করে কি ভাবে ঘুমাবো। অবশেষে গজা তৈরি করা শেষ হয়ে যাওয়ার পরে। গোসল করে এসে আবার ঘুমিয়ে পড়লাম। সবাই জানে আমি এলার্জির ঔষধ খেয়েছি তাই আমার ঘুম আসছে। কেউ কিছু বলল না রান্নার জন্য তারা ক্যান্টিন থেকে বাজার নিয়ে এসে তাদের মতো রান্না করে রাখেন।

1000046667.jpg

1000046666.jpg

যাইহোক সন্ধ্যার কিছু সময় আগে মামুন ভাই আমাকে ডাকলো ঘুম থেকে। বলল সন্ধ্যা হয়ে যাওয়ার মতো হয়েছে এখনও ঘুমিয়ে আছিস কেনো। হাত-পা ঝেড়ে ঘুম থেকে উঠে গেলাম উঠে হাত মুখ ধুয়ে এসে বসে বসে গজা খাচ্ছিলাম। আজকে সারা দিন অনেক বেশী ঘুমানো হয়েছে তাই ভাবছিলাম একটু হাটাহাটি করি।

1000046665.jpg

1000046663.jpg

তার মধ্য আমাদের এখানে এই প্রজেক্টে নতুন রাস্তা তৈরি করেছে। রাস্তার পাশ দিয়ে কিছু সবুজ গাছ নাম অজানা রোপন করছে। যে গাছ গুলো সারি সারি বয়ে গেছে অনেক দূর। তাই ভাবছিলাম নতুন রাস্তা এবং নতুন গাছ রোপন করা তার পাশ দিয়ে হাটাহাটি করলে ভালই লাগবে। গাছ রোপন করা শেষ হয়ে যাবার মুখে। সেখানে গিয়ে এই সবুজ গাছের মধ্যে ছোট্ট সাদা ফুল টি দেখা যায়।

1000046662.jpg

1000046660.jpg

সবুজ গাছের মধ্যে এই ছোট্ট ফুলটি আমার চোখের সামনে ভেসে উঠলো। তখন গিয়ে কিছু ছবি আমি সেখান থেকে ধারণ করি। এবং আপনারা এই ছবিটি ভালো ভাবে যদি খেয়াল করে দেখতে পান। এই গাছে আরও অনেক গুলো ফুল ফোটার জন্য মুকুল ধরে আছে। হয়তোবা এই মুকুল থেকে খুবই দ্রুত আরো সুন্দর সুন্দর কিছু ফুল ফুটবে। যেটা আমাদের পরিবেশ এবং আমাদের সৌন্দর্য বাড়াবে।

রাস্তার সাইডে বা জঙ্গলে বা বিভিন্ন জায়গায় আমরা অজানা ফুল অনেক দেখি। যে ফুল গুলো আমাদের সৌন্দর্য দ্বিগুণ করে তুলেছে। অজানা ফুল হলেও সৌন্দর্য কিন্তু একটুও কম নেই এই ফুল গাছে। আমাদের আশে পাশে অজানা ফুল আছে বলে। সবুজ গাছ আছে বলেই সৌন্দর্য উপভোগ করতে পারি। আমি সত্যিই এই সবুজ গাছের মধ্য থেকে এই ফুলের ফটোগ্রাফি ধারণ করে আনন্দিত। এবং আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমার ধারণা করা ফটোগ্রাফি গুলো।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Loading...
 2 days ago 

ভাই, আপনার ফটোগ্রাফি সত্যি সুন্দর লাগছে। আমি নিজেও এই গাছটা দেখেছি তবে কোথায় দেখেছি সঠিক মনে করতে পারছি না। তবে সবুজ গাছপালা দেখলেই মন ভরে যায়।

আমি একটা ভিটামিন এর ঔষধ খেতাম যেটা খেলে ঘুম যেন চোখে লেগে থাকতো। গজা খেতে আমি ভীষণ ভালোবাসি। আশেপাশে এত এত গাছ রয়েছে যেগুলোর নাম মনে রাখাও কঠিন। সবুজ পাতার ভিতর সাদা ফুলের কারনে দেখতে আরও বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।