মামুন ভাই বাংলাদেশ যাবে তার জন্য কিছু মার্কেট। দ্বিতীয় পর্ব।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই আমার গতকালের পোস্ট পড়েছেন। যাইহোক তার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের মাঝে। কালকে বলেছিলাম মামুন ভাই এবং আরো একটি ভাই আমরা বাজারে চলে যাই। গাড়ির মধ্য থেকে ভাবি মামুন ভাইয়ের কাছে ফোন দিয়েছিল। কয়টার সময় টিকিট বুক হয়েছে এবং বাজারে যাচ্ছে কি কি নেবে সেই বিষয়ে কথা বলছিল। তার মধ্য থেকে আমি ছোট ভাই এবং ভাবির সাথে হঠাৎ মজা করে উঠলাম।
গাড়ির মধ্য থেকে মামুন ভাই এবং আরও একটি ভাই দুইজনে হেসে উঠল। আমি বলেছিলাম কেনো বাড়ি কি গরম ভাত রান্না করে রেখেছেন নাকি। কখন আসবে এতো সুন্দর ভাবে শুনছেন। যাই হোক ভাবীর সাথে একটু হাসি মজা হয়ে থাকে। এভাবে চলতে চলতে আমরা দোকানে পৌঁছে যায়। গিয়ে দেখতে পেলাম ভেতনাম এর একটি মেয়ে দোকানে আছে। আমি প্রথম মনে করেছিলাম হয়তোবা এটা মালয়েশিয়ার মানুষের দোকান।
যাই হোক পরে মামুন ভাই বলল না এটা বাংলাদেশের মানুষের দোকান। সেখান থেকে আগে দুইবার গিয়ে মামুন ভাই বাজার করেছে। আমরা সেখানে গিয়ে দেখছিলাম কি কি নেওয়া যায়। প্রথম গিয়ে আমরা কম্বল দেখছিলাম বর্তমানে বাংলাদেশে অনেক শীত। এই শীতে কম্বল নিয়ে গেলে অন্তত গায়ে দিয়ে আসতে পারবে। যাই হোক শীত বা গরম এটা কোন বিষয় নয়। যারা মালয়েশিয়া থেকে বাড়ি যায় তারা দুই একটি কম্বল হাতে করে নিয়ে যায়।
যাই হোক প্রথমে কম্বল দেখলাম কিন্তু সেই কম্বল গুলো অনেক ছোট ছিলো। মেয়েটি ভালো ভাবে দামের কথা বলতে পারছিল না। কারণ মেয়েটি অল্প কিছু দিন হয়েছে এই দোকানে এসেছে। কিছু সময় পরে দেখতে পেলাম একটি ভাই সেখানে আসে। ধীরে ধীরে দেখতে পেলাম তাদের দোকানে আরও দুই তিন জন মানুষ আসে। তখন মামুন ভাই কম্বলের দাম গুলো শুনছিল। প্রথম ভেবেছিল একটি পালঙ্গ সেট নিয়ে যাবেন।
যেহেতু বাংলাদেশে এখনো মামুন ভাই বাড়ি বানাতে পারে নাই। তাই আমি তাকে বলছিলাম এটা নিয়ে এখন যাওয়ার কোন প্রয়োজন নেই। কারণ এটা নিয়ে এখন কেউ ব্যবহার করতে পারবে না। কারণ তার মধ্য ১২ পিস জিনিস আছে। হয়তোবা সব কিছুর নাম আমি ভালো ভাবে জানিও না। তাই মামুন ভাই ঠিক করল এখন শুধু কম্বল নিয়ে যাবে।
আমাকে বলল এবং আরেকটি ভাইকে বলল কম্বল পছন্দ করতে। সেই ভাইটিও আমাকে বলল দুইটি কম্বল পছন্দ করতে। তাই আমি আমার পছন্দ মতো দুই পিস কম্বল পছন্দ করি। তার পরে মামুন ভাই ফোনের দিকে তাকিয়ে দেখলো আমার ভাই আবু রায়হান তার কাছে ফোন দিয়েছে। তখন আমার ভাইয়ের সাথে কথা বলছিল মামুন ভাই। এবং আমার ভাই বলল তার জন্য একটি মেকআপ বক্স নিয়ে যাওয়ার কথা।
এমনিতে মামুন ভাই মেকআপ বক্স নিতো তার মেয়েদের জন্য। তাই মেকআপ বক্স দেখছিলাম আমরা সবাই এবং সেখান থেকে চার পিস মেকআপ বক্স আমরা নিয়েছিলাম। এবং সবকিছু আস্তে আস্তে নিয়ে সামনে রাখ ছিলাম। যাহোক বন্ধুরা আমার পরবর্তী পোস্টে আরো অনেক কিছু আছে যেগুলো কেনাকাটার মধ্যে আছে সবকিছু আপনাদের মাঝে পরবর্তী পোস্টে শেয়ার করব সবাই সেই পর্যন্ত ভালো থাকবে।
@tipu curate
Upvoted 👌 (Mana: 3/6) Get profit votes with @tipU :)