ভালোবাসা কখনো স্বার্থ দেখে হয় না।

in Incredible Indiayesterday

মন থেকে ভালোবাসলে কষ্ট একটি সময় পেতে হয়। ভালোবাসার মর্যাদা সবাই দিতে জানে না। ভালোবাসা একটি পবিত্র জিনিস। ভালোবাসা সময় বয়স দেখে আসে না। ভালোবাসা আসে মন থেকে। ভালোবাসা কখনো মুখে বলে প্রকাশ করা যায় না। ভালোবাসা অনুভব করতে হয় একে অপরের সঙ্গী হয়ে। ভালোবাসা ত্যাগ স্বীকার করে বোঝাতে হয় স্বার্থ দেখে না। ভালোবাসার মধ্যে ছোট ছোট বিষয় সমস্যা হয়ে থাকে। ভালোবাসা তাকে বলে এই ছোট ছোট সমস্যা গুলো সমাধান করা। মানুষটিকে ছেড়ে দিয়ে নয়।

1000052670.jpg

অধিকাংশ মানুষ কখনো না কখনো একটি সম্পর্কের মধ্য জড়িয়েছে অবশ্যই। কিন্তু অনেকেই বলে থাকে তুমি আমার কতটা ভালোবাসো। আসলে কি ভালোবাসা কখনো মুখে বলে প্রকাশ করা যায়। আমার তো মনে হয় না ভালোবাসা মুখে বলে প্রকাশ করা যায়। তাই যদি হতো তাহলে পৃথিবীর প্রত্যেকটি মানুষকে আমরা ভালোবাসি। কারণ মুখে মুখে সবার সামনেই বলে থাকি অনেক ভালোবাসি তোমায়। কিন্তু বাস্তবে যে কোনো একটি মানুষকেই কিন্তু আমরা মন থেকে ভালোবাসি।

ভালোবাসা কি আসলে বয়স দেখে বা সময় দেখে আসে। আমার তো মনে হয় না ভালোবাসা বয়স বা সময় দেখে আসে। ভালোবাসা আসে মন থেকে মন যখন চাইবে একটি মানুষের প্রতি ভালোবাসতে পারে। ভালো সময় বা খারাপ সময় দেখে ভালোবাসা হয় না। কারণ মন কখনো ভালো বা খারাপ সময় দেখে না। অনেকে আছে বলে ভালো সময় আসলে আবারো ফিরে আসবে। বা তুমি এখনো অনেক ছোট আমরা একটু বড় হই তখন আমরা এসব ভাববো। আসলে এগুলো খালি অজুহাত আমি মনে করি। কারণ ভালোবাসা বয়স বা সময় দেখে আসে না।

1000052669.jpg

ভালোবাসা কি কখনো স্বার্থ দেখে হয় আমার তো মনে হয় না ভালোবাসা স্বার্থ দেখে হয়। ভালোবাসা একে অপরের প্রতি ত্যাগ শেখায়। যদি ভালোবাসার জন্য কিছু ত্যাগ স্বীকার না করতে পারি তাহলে কেমন ভালোবাসা। যদি দুজন দুজনার মধ্যেও এই ত্যাগ স্বীকার থাকে। তাহলে বুঝতে হবে এটা আসলে সত্যি ভালোবাসা ছিলো। কারণ ভালোবাসার নাম করে অনেক মানুষ জীবনে আসে। কিন্তু দিন শেষে কতটা রকমের কথা বলে চলে যায়। তারা ত্যাগ স্বীকার করতে চায় না। আসলে জীবন থেকে যদি ত্যাগ স্বীকার না করতে পারি। তাহলে ভালোবাসার মানুষটাকে কখনো আপন করে পাবো না।

1000052668.jpg

একটি সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকলে ছোট ছোট জামেলা হয়ে থাকে। আসলে কি ঝামেলা নিয়ে পড়ে থাকা ঠিক আমার তো মনে হয় না। যে কোনো সম্পর্কের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে সমস্যা হলে। সেই সমস্যা গুলো সমাধান করতে হবে। তাই বলে ভালোবাসার মানুষটিকে ছেড়ে দিয়ে চলে গেলে হবে না। তাহলে আপনার ভালোবাসা কখনো পূর্ণতা পাবে না। রাগ অভিমান ভালোবাসার মধ্যে আছে। ভালোবাসার মানুষটির হাত শক্ত করে ধরে রাখুন। জীবনে নিজের প্রিয় মানুষটির হাত ধরে থাকার শান্তি অন্যরকম থাকবে।

সম্পর্ক বাঁচাতে হলে একে অপরের সাথে ত্যাগ স্বীকার ছোট ছোট সমস্যা গুলো সমাধান এবং সময় না দেখে ভালোবাসতে থাকুন দেখবেন জীবনে একটি মানুষ থাকলে জীবনটা অনেক রঙিন ও সুন্দর হবে নিজের প্রিয় মানুষটিকে পাওয়া পৃথিবীর সব চেয়ে ভাগ্যবান ব্যক্তি হয়ে থাকা। অবশ্যই আমি চাই আপনার প্রিয় মানুষটাকে আপনারা সবাই আগলে রাখবেন।

1000045708.png

1000046883.gif

ধন্যবাদ সবাইকে।

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

যেখানে স্বার্থ আছে সেখানে ভালোবাসা নেই। তাই স্বার্থ ছাড়া মানুষ ভালোবাসার মধ্যে জড়িয়ে যায় আর বর্তমান সময়ে প্রতিটা মানুষের কাছেই সার্থ অনিবার্য কেননা স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না আবার স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না আমি ঠিক জানিনা আপনার লেখা কাকে উদ্দেশ্য করে তবে যার উদ্দেশ্য আপনি লিখেছেন জানিনা আপনার লেখা সে পড়বে কিনা তার পরেও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনার মনের ইচ্ছা পূরণ হোক।

Loading...
 11 hours ago 

আপনার লেখা অসাধারণ এবং সত্যি অনুপ্রেরণাদায়ক। ভালোবাসা সত্যিই স্বার্থহীন এবং ত্যাগের মাধ্যমেই এর গভীরতা প্রকাশ পায়।

সম্পর্ক টিকিয়ে রাখতে ছোটখাটো সমস্যা সমাধান করে ভালোবাসার মানুষটিকে আঁকড়ে ধরে রাখাই প্রকৃত সুখের চাবিকাঠি। আপনার চিন্তাভাবনা সত্যি প্রশংসার যোগ্য।