আজকে রান্নার সময় আইসক্রিম নিয়ে আসে। আইসক্রিম নেওয়ার কিছু মুহূর্ত।
আজকে বিকালে রান্না করার সময় চলে আসে আইসক্রিম বিক্রি করার জন্য । রান্না করতে করতে চলে গেলাম আইসক্রিম নিতে। সেই বিষয় নিয়ে আজকে পোস্ট সাজিয়েছি আপনাদের মাঝে। আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে । এবং আমি আশা করি আপনারাও আমার মতো আইসক্রিম খেতে সবাই পছন্দ করেন। তাহলে শুরু করা যাক আজকের আইসক্রিম নেওয়ার মুহূর্ত।
আপনারা সবাই জানেন আইসক্রিম আমি কতোটা পছন্দ করি। আমি কিন্তু প্রতি দিন একটি করে আইসক্রিম খেয়ে থাকি। কিন্তু প্রতি দিন তো আর আইসক্রিম খাওয়ার মুহূর্ত শেয়ার করা যায় না। যাইহোক রান্না করার সময় ভাবছিলাম আজকে কোন বিষয়ে নিয়ে লেখা যায়। তখন হঠাৎ করে আইসক্রিম নিয়ে আসার বাইকের শব্দ শুনতে পেলাম। এবং সিদ্ধান্ত নিয়ে ফেললাম আজ আইসক্রিম নেওয়ার মুহূর্ত শেয়ার করব।
এমনিতে রান্না করছিলাম মুরগির মাংস এখন প্রায় প্রতি দিন আমার রান্না করতে হয়। প্রতি দিন রান্না করতে খুব বেশি ভালো লাগে না। তবুও কি করার খাওয়া-দাওয়া করতে গেলে রান্না তো করতে হবে। যাই হোক মোটামুটি রান্নার শেষের পথে আইসক্রিম নিয়ে আসে। যে ভাইটি আইসক্রিম নিয়ে আসে আমাদের এই প্রজেক্টে। এই ভাইটি পাকিস্তানি আমি আমার আগের আইসক্রিম খাওয়ার মুহূর্তেও কথাটি উল্লেখ করেছিলাম।
সে আমাদের এখানে প্রতি দিন আসে এবং আমার রান্না ঘরের সামনে এসে দাঁড়াই। তাই বিশেষ করে সব সময় সে আমার চোখের সামনে থাকে। এবং প্রতি দিন তার কাছ থেকে আইসক্রিম নিয়ে থাকি। তাই তার সাথে একটি ভালো সম্পর্ক আছে। সত্য কথা বলতে আজকে আইসক্রিম খাওয়ার কোন ইচ্ছা আমার ছিলো না। কারণ কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। যেহেতু টাকা নেই বলে আইসক্রিম খাওয়ার ইচ্ছা ছিলো না।
তবুও মোবাইল টি নিয়ে যখন তার এখানে আসি ছবি ধারণ করার জন্য। তখন সে আইসক্রিম নেওয়ার কথা বলে। কারণ সে জানে প্রতি দিন আমি তার কাছ থেকে আইসক্রিম নিয়ে থাকি। আমি তখন তাকে বললাম আমার কাছে আজ টাকা নেই। সে বলল সমস্যা নেই টাকা পরে দিলে হবে। আসলে সে আমাদের সাথে কিন্তু কথা বলে হিন্দি ভাষায়। আমি হিন্দি ভাষা মোটামুটি বুঝি কিন্তু ভালো ভাবে বলতে পারি না।
যাইহোক সে আইসক্রিম বের করে আমার কাছে দিয়ে দিলো। আমার আইসক্রিম খাওয়ার ইচ্ছা মনে থাকলে ও মুখে মুখে না বলতে হয়েছিল। এবং যেহেতু সে আইসক্রিম বের করে আমার কাছে দিচ্ছে তাহলে না বলে আর কি হবে। যাই হোক আইসক্রিমটি আমি হাতে নিয়েছিলাম এবং নেয়ার সময় একটি ছবি ধারণ করে রেখেছিলাম আইসক্রিম খেতে খেতে আমি রান্নার ওখানে আবারো চলে যাই গিয়ে আবারো রান্নার কাজ শুরু করি এবং টাকা পরে নিবে বলেছিল।
আসলে একটি মানুষের কাছ থেকে প্রতি দিন কোনো জিনিস নিলে তার সাথে পরিচিত হয়ে যায়। তাই সে আমাকে বাকি দিয়েছে অবশ্যই কাছে টাকা নেই বলতে আমি রান্না করছিলাম টাকা আছে রুমে। গতকাল আসলে টাকা টি আমি দিয়ে দেবো এবং রুমে যাওয়ার কোন ইচ্ছা ছিলো না। তাই আজ তার টাকা দিতে পারিনি অবশ্যই কাল আল্লাহ বাঁচিয়ে রাখলে টাকা দিয়ে দেবো। যাই হোক আইসক্রিম খেতে আমার অনেক ভালো লাগে। এবং এর কিছু মুহূর্ত বা অংশ আপনাদের মাঝে তুলতে পারলে আরো বেশি ভালো লাগে । সবাই ভালো এবং সুস্থ থাকবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকে আপনি রান্না করার মাঝে আইসক্রিম কিনে নিয়ে আসার গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি আইসক্রিম খেতে ভালোবাসেন। আপনার মত আমিও আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করি। আমি যখনই বাইরে বেরোই তখনই আইসক্রিম খেতে পছন্দ করি। এমনকি শীতকালে কোথাও বেরোলেও আমি আইসক্রিম ই খুজে বেড়াই। কোন অনুষ্ঠান বাড়িতে আইসক্রিম দিলে আমার তো খুবই আনন্দ হয়। সমস্ত রকম আইসক্রিম খেতে আমি খুব পছন্দ করি। তবে একজনের কাছ থেকে কোন জিনিস নিজের নিতে সেই লোকটা সত্যি পরিচিত হয়ে ওঠে। আইসক্রিম কিনে আপনি ঘরে গিয়ে টাকা দিতে পারেননি। আসলে পরিচিত হয়ে উঠলে মানুষ এই রকমই হয়। আপনার পোষ্টটি পড়ে খুব ভালো লাগলো। ভালো থাকবেন।