আমাদের প্রত্যেকটা মানুষের উচিত, অতীত ভুলে গিয়ে নিজের জীবন সুন্দর করে চলা।

in Incredible Indialast month

যে যেখানে আছেন আমার প্রাণের বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আশা রাখি আমি। এবং আশা রাখি আজকের দিনটা আপনার পরিবারের সাথে আপনি খুবই আনন্দের সাথে উপভোগ করেছেন। আবারো আপনাদের মাঝে নতুন কিছু কথা বলার জন্য চলে এসেছি আশা রাখি আজকের এই পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।

1000035297.jpg

আজকের বিষয় একটু ভিন্ন, ভিন্ন বলতে আমরা সবাই আমাদের জীবন থেকে অতীত ভুলে যেতে চাই। কিন্তু এই অতীত আমরা ভুলতে পারিনা। অতীত ভুলতে খুব বেশি কিছু জিনিসের প্রয়োজন হয় না। অতীত ভুলতে নিজের মনের সাহস নিয়ে আসতে হবে। নিজেকে শক্ত ভাবে তৈরি করতে হবে। তবে আমরা অতীত ভুলতে পারবো। অতীত ভুলে সামনে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমাদের জীবন ইনশাল্লাহ সুন্দর হবে।

কিছু কিছু মানুষ অতীত নিয়ে পড়ে থাকেন তারা কিন্তু কখনো জীবনে উন্নতি করতে পারেনা। পারে না তারা জীবন অন্যভাবে চালিয়ে বাঁচতে। কিন্তু যে মানুষ সব কিছু ভুলে গিয়ে তার অতীতের কথা মনে না রেখে সামনে এগিয়ে যেতে পেরেছে তাঁর জীবন সুন্দর করতে পেরেছে। অতীত নিয়ে পড়ে থাকা একটি বোকামি বলে আমার কাছে মনে হয়। অতীতে আমাদের কিছু স্মৃতি বা স্মরণীয় দিন থাকে যে গুলো আমরা ভুলতে পারি না ঠিকই।

1000035295.jpg

কিন্তু নিজের জীবনে খারাপ সময় গুলো ভুলে যেতে হবে। ভাবতে হবে সামনের দিন গুলো আমি সুন্দর করে কাটাতে পারব কি না। শুধু ভাবলে হবেনা সুন্দর ভাবে চলার জন্য চেষ্টা করতে হবে। আমাদের জীবনে অতীত থাকে অনেক গুলো। যে অতীত গুলো আমি যদি আমার পোষ্টের মাধ্যমে লিখতে থাকি তাহলে হয়তোবা শেষ হবে না।

আমাদের প্রিয় মানুষকে হারিয়েছি আমরা আমাদের আত্মীয়-স্বজন বাবা-মা-ভাই-বোন অনেক মানুষকে হারিয়ে ফেলেছি। এগুলো ছিলো আমাদের অতীত এবং এই অতীত নিয়ে আমরা যদি পড়ে থাকি তাহলে জীবন কখনো চলবে না একটি জায়গায় থেমে থাকবে। কেউ প্রেমে ব্যর্থ হয়ে পড়ে থাকে। কেউ জীবনে একবার চাকরি হারিয়ে পড়ে থাকে। আমি বলব ভাই নতুন ভাবে কিছু করার চেষ্টা করুন। অতীত নিয়ে আপনি বসে থেকে আপনার জীবন আপনি কখনো সুন্দর করতে পারবেন না।

1000033618.jpg

আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে অতীত আছে। কারণ অতীত ছাড়া আমাদের একটি মানুষের জীবনে বেঁচে থাকা অনেক কঠিন। এই অতীতে আমাদের খারাপ সময় এবং ভালো সময় দুটোই থাকে। খারাপ সময় বাদ দিয়ে চললে হবে না অবশ্যই কিন্তু নিজেকে শক্ত ভাবে তৈরি করার জন্য খারাপ সময় গুলো কিছু সময়ের জন্য হলে ও ভুলে যেতে হবে। কারণ আপনি যতো দিন ওই অতীত নিয়ে থাকবেন ততদিন আপনি একটি জায়গায় আটকে থাকবেন।

আপনি না পারবেন কিছু করতে না পারবেন কোন মানুষের সামনে গিয়ে ভালো ভাবে চলতে। আপনি আপনার জীবন টি তিলে তিলে শেষ করে ফেলবেন। তাই অতীত ভুলে যান অতীত ভুলে সামনে গিয়ে সুন্দর ভাবে দিন কাটান। সুন্দর করে নিজের জীবন উন্নতি করুন। পরিশ্রম করতে থাকুন জীবন অনেক সুন্দর হবে। জীবন অনেক ভালো হবে সুন্দর একটি মানুষ খুঁজুন যে মানুষ আপনার জীবন থেকে হারিয়ে গিয়েছে তাকে নিয়ে আপনি পড়ে থাকবেন না। আপনি আরো ভালো একটি মানুষ খুঁজতে থাকুন দেখবেন জীবন অনেক সুন্দর হবে।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 last month 

আসলে যেসব মানুষেরা অতীত নিয়ে পড়ে থাকে তারা কিছু করার তো দূরে যাক তারা আরো নিচের দিকে নেমে যেতে থাকে, এবং অতীতের যদি কোন কথা তাদের মনে কষ্ট পেয়ে থাকে সে কথাগুলো যদি আবার মনে করে তাহলে সেই কষ্টগুলো আবারও বেড়ে যায়।

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last month 

অতীতের কষ্ট পাওয়ার কথা গুলো বারবার মনে করে নিজের মনে কষ্ট না দিয়ে হাসি খুশি ভাবে সুন্দর ভাবে নতুন দিন উপভোগ করুন এবং দেখবেন জীবন আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে। এবং এই অতীত মনে রেখে নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না । এবং অতীত ভুলে সামনে সুন্দর করে জীবন সাজাতে পারলে আসলেই জীবন অনেক সুন্দর হবে।

 last month 

মনের কথা বলেছেন ভাই কিন্তু সেই একটা অতিত আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে কিছুতেই নিজেকে সামলাতে পারি না ৷ অনেকজন আমাকে বুঝাইছে কিন্তু দিন শেষে সেই অতিত কে নিয়েই পড়ে ছিলাম আর আজও আছি ৷ জানি না এ কেমন মায়া তবে আমি কি করবো নিজেও জানি না হতাশায় নিজের দিন পার করতেছি ৷

ধন্যবাদ আপনাকে এত সুন্দর লেখা আমাদের মাঝে উপাস্থাপন করার জন্য ৷

 last month 

ভাই জীবনে কিছু করতে হলে অনেক কিছু হারাতে হয়। জীবন সুন্দর করতে হলে আপনার জীবন থেকে আপনার অতীত ভুলে যেতে হবে। জানি না আপনার জীবনে কি এমন মায়ার ঘটনা ঘটেছে। তবে একটি কথাই বলতে চাই। যে আপনাকে ছেড়ে গিয়েছে বা যে আপনাকে কষ্ট দিয়েছে তার কথা না ভেবে নতুন করে ভাবতে থাকুন দেখবেন জীবন অনেক সুন্দর হবে।

 last month 

ঠিক বলেছেন অতীতে কি হয়েছে তা নিয়ে পড়ে থাকলে হবে না।অতীতে কি হয়েছে তা নিয়ে বর্তমানে পড়ে থাকলে ভবিষ্যৎ অন্ধকার নিবেজ্জিত হবে ।সুতরাং অতীতকে ভুলে ভবিষ্যতে কিভাবে সুন্দর করা যাবে সে পথেই অবলম্বন করাই বাঞ্ছনীয়।যাইহোক, আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো।গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।ভাল থাকবেন।

 last month 

আসলে আমাদের জীবনে পেছনে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। যে গুলো আমাদের অতীত হয়ে থাকে। এই দুর্ঘটনা গুলো আমাদের জীবন থেকে যদি আমরা মুছে নতুন করে জীবন সাজাতে পারি তাহলে আমাদের জীবন অনেক সুন্দর। এবং দুর্ঘটনা থেকে অতীত হয়ে থাকে এই অতীত গুলো আসলে আমাদের জীবনে আমরা যখন বারবার মনে করতে থাকি তখন আমরা ভালো একটি কাজে মনোযোগী হতে পারি না। যার জন্য আমাদের জীবন ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।

 last month 

জীবনের সব অতীত মনে রাখার দরকার হয় না তবে কিছু কিছু অতীত আছে যা জীবনকে শিক্ষা দেয় এবং সেগুলো বারবার মনে পড়ে যায় সময়ের প্রেক্ষিতে ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব মূল্যবান একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 last month 

আসলে আমাদের জীবন উন্নত করার জন্য যদি কোন শিক্ষানীয় অতীত আমার জীবনে থেকে থাকে তাকে আমি বলব বারবার সেই অতীত মনে রাখার জন্য। কিন্তু এমন ধরনের কোন অতীত আমাদের মনে রাখা যাবে না যে অতীত মনে করে আমার জীবন আমি নষ্ট করে ফেলব।

আমাদের জীবনে ভালো এবং খারাপ অতীত সবকিছু আছে তাই অনেক মানুষ প্রেমে ব্যর্থ হয়ে বা অনেক মানুষ অনেক মানুষের কথাই কষ্ট পেয়ে খারাপ পদক্ষেপ নিয়ে থাকে সেই কাজ থেকে বিরত রাখতে বলব। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

বেদনাদায়ক ও কষ্টদায়ক কোন কিছুই অতীতের মনে রাখা কখনোই জীবনকে সুফল বয়ে আনে না। আর আপনি একদমই ঠিক বলছেন প্রেমে ছেকা খাওয়া পুরুষ গুলো অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে অতীতের অনেক কিছু মনে করেই তারা মৃত্যুর পর্যন্ত গড়িয়ে যায়।

 last month 

আমাদের জীবনে ভালো মন্দ দুটো সময়েই আসে।সময়ের পরিক্রমায় এই সব ঘটনা একসময় অতীত হয়ে যায়।
ভালো অতীতকে মনে করলে কোন সমস্যা নেই কিন্তু যদি সারাক্ষণ আমরা যদি খারাপ সময়টাকে ভাবি তাহলে আমাদের দিনটাও অন্ধকারে তলিয়ে যাবে।
প্রতিটা দিনই একটা নতুন দিন, তাই নতুন করে চিন্তা করতে হবে সবকিছু। তাহলে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে সক্ষম হবো। আজকে আপনি আপনার লেখায় চমৎকার বিষয় নিয়ে আলোচনা করেছেন।

 last month 

আমিও আপনার সাথে একমত এবং এই কথা আমাদের প্রত্যেকটা মানুষের ভাবা উচিত। আমরা নতুন একটি দিন পাই এবং এই নতুন দিনে আমাদের নতুন করে পরিকল্পনা করতে হবে। পেছনে আমরা অনেক ঘটনা রেখে এসেছি। যে ঘটনা গুলো আমাদের জীবনে অতীত হয়ে আছে। তবে অতীত মনে রেখে খারাপ ঘটনা গুলো বারবার মনে করে নিজের জীবন শেষ করে কোন লাভ হবে বলে আমার মনে হয় না। তাই আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে উন্নত করতে হলে সুন্দর করে জীবন সাজাতে হলে পেছনের অতীত গুলো ভুলে গিয়ে সামনে নতুন করে এগিয়ে যেতে হবে।

 last month 

অতীতকে মনে রেখে বর্তমান সময়ে খারাপ করার মত বোকামি আর বোধহয় কিছু নেই।। কিন্তু হ্যাঁ আমরা অনেক সময় চাইলেও অতীতকে ভুলতে পারিনি কিন্তু ভুলে যাওয়া উচিত আর অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান জীবন অতিবাহিত করা বুদ্ধিমানের কাজ।।

 last month 

অতীত ভুলে নিজের জীবন সুন্দর করতে হবে। এবং আমরা অনেক মানুষ আছি অতীত নিয়ে পড়ে থাকি। এবং আমাদের নিজের জীবন সুন্দর করতে ব্যর্থ হয়ে আছি। এই বোকামি গুলো আমরা না করে আমাদের জীবন সুন্দর করার জন্য অবশ্যই আমাদের অতীত ভুলে গিয়ে সামনে ভালো ভাবে এগিয়ে যেতে হবে।

 28 days ago 

এটা একদম সঠিক বলেছেন আমরা অনেকেই রয়েছি অতীতকে মনে করে বর্তমান সময় নষ্ট করি এবং জীবনে ভালো কিছু করতে পারি না।। আর হ্যাঁ কিছু কিছু অতীত মনে রাখা উচিত আর সেখান থেকে শিক্ষা নিয়ে জীবন পরিচালনা করা দরকার।।

 last month 

এটা ঠিক যে আমাদের সকলের অতীতকে ভুলে জীবনকে সঠিক পথে চালিত করতে হবে। তবে আমাদের সবার জীবনে এমন কিছু অতীত থাকে যেগুলো আমরা চাইলেও ভুলতে পারি না। ইচ্ছা না থাকলেও একটা কাজ করা যায় তবে মনকে জোর করে কিছু ভোলানো যায় না। নিজের অতীতের খারাপ সময়টা মনে রেখে ভেঙে পড়লে চলবে না। ভালো থাকবেন।

 last month 

ভাই খারাপ সময় এবং ভালো সময় আমাদের জীবনে আসবে। আপনি যতো বেশি খারাপ সময় নিয়ে পড়ে থাকবেন ততো আপনার জীবনে খারাপ সময় আসতে শুরু করবে। তাই আপনি সব সময় ভালো চিন্তা করুন এবং ভালো চিন্তা নিয়ে সামনে এগিয়ে যেতে থাকুন। অতীতে খারাপ সময় ভুলে গিয়ে সুন্দর করে জীবন সাজানোর চেষ্টা করুন দেখবেন জীবন অনেক সুন্দর হবে।