আমাদের প্রতিটা মানুষের জীবনে একটি করে সুপার হিরো আছে।steemCreated with Sketch.

in Incredible Indialast year

আমাদের প্রতিটা মানুষের জীবনে একটি করে সুপার হিরো আছে, আমাদের সেই সুপার হিরো উড়তে পারে না আমাদের সেই সুপার হিরোর কাছে কোন সুপার হিরো পাওয়ার না থাকলেও সেই সুপার হিরো প্রতিটা মানুষের জীবনের বেস্ট এক জন মানুষ।

jochen-van-wylick-swvt-zPKW50-unsplash.jpg
Source

আমাদের সেই সুপার হিরো কে দুনিয়ার মানুষ কেউ না জানলেও আমাদের জীবনের সেই সুপার হিরো সবচেয়ে বেস্ট একজন মানুষ। শুধু একটি সমস্যা আমাদের সেই সুপার হিরো আমাদের সাথে সব সময় মিথ্যা কথা বলে চলে।

সে সুপার হিরো সব সময় বলে আমার কাছে অনেক টাকা-পয়সা আছে,সে আমাদের খুশির জন্য সে বলে আমি কখনো কাজ করে কষ্ট পাই না। তার নিজের পেটে ক্ষুধা লুকিয়ে রেখে আমাদের মুখে খাবার তুলে দেই আমাদের সেই সুপার হিরো।

ante-hamersmit-vMP8lfhxPi4-unsplash.jpg
Source

আসলে আমাদের জীবনে সুপার হিরো টি আমাদের বাবা সে আমাদের জীবনের সুপার হিরো ছাড়া কোন দিক থেকে কম নয়, সে আমাদের জীবনে এমন একটি সম্পদ এই সম্পদ এক বার হারিয়ে গেলে আমরা চাইলেও আর কখনো ফিরে পাবো না।

প্রতিটা সন্তানের বাবা তার কাছে সুপার হিরো দিন রাত এক করে সে পরিশ্রম করে আমাদের জন্য কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে আমাদের লেখাপড়া শেখানোর জন্য। আমাদের মুখে হাসি থাকলে আমাদের সুপার হিরো ওর মুখে ও হাসি থাকে।

আমরা কোন কষ্ট পেলে আমাদের সুপার হিরো কষ্ট তে থাকে কারণ একজন বাবা কখনো সহ্য করতে পারে না সন্তানের দুঃখ কষ্ট সে হাজার দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা রাখে কিন্তু সন্তানের দুঃখ কষ্ট তার চোখের সামনে এই কষ্ট সে কখনো সহ্য করার ক্ষমতা রাখে না।

সংসারে অধিক মানুষ থাকলে আমাদের সুপার হিরো না খেয়ে থাকলেও সবার কাছে বলে আমার পেটে ক্ষুধা নাই, ওই মানুষটি আমাদের সামনে হাসি মুখে তার পেটের ক্ষুধা নিয়ে লুকিয়ে রাখে সে সব সময় চায় আমরা সুখে শান্তিতে থাকি কিন্তু সে কতটা সুখের আছে আমরা এক বারও জানতে চাই না।

আমার কাছে আমার বাবা একজন সুপার হিরো অবশ্যই আপনাদের কাছেও আপনার বাবা একজন সুপার হিরো কারন আমি দেখেছি সে পরিশ্রম করে আমাদেরকে কতটা আগলে সে রেখেছে।

szilvia-basso-HptxPPct2d4-unsplash.jpg
Source

আমাদের সুপার হিরো সবার সামনে বলে আমার কান্না আসে না সে সবার কাছে মিথ্যা কথা বলে বেড়ায় কারণ তার সন্তানের কোন সমস্যা হলে বা সন্তান কোন জিনিসের আবদার করলে সেই আবদারটি পূরণ না করতে পারলে তার বুকটা ছেড়ে যায় সে সব সময় চায় আমার সন্তান ভালো থাকুক আমার সন্তানের সব চাহিদা আমি পূরণ করতে পারি সে আমাদের চাহিদা পূরণ না করতে পারলে তার চোখে চলে আসে পানি সে নিরিবিলি কাঁদে সবার সামনে কখনো কাঁদতে পারেনা।

আমাদের বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছে তাই আমাদের প্রতিটা সন্তানের উচিত তার সঙ্গী দেওয়া তার জীবনে কিছুটা সুখ আমাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এবং বাবা কে আমি অনেক ভালোবাসি।

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন

@baizid123

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

Thank you.

 last year 

Thank you.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Thank you.

father is the first and best superhero for a girl. Also, my father is my superhero who maintains my family through financial support and also me through his affection. thank you so much for sharing this post.

 last year 

Thank you.

Loading...
 last year 

Nunca fuí super héroe pero me hice muchas veces la fuerte delante de mis hijos 🤣 para que no sintieran temor

 last year 

Thank you.