You are viewing a single comment's thread from:

RE: মজার মজার উত্তর দাও, ফান করো রিওয়ার্ড জিতে নাও||Give funny answers, have fun and win rewards||

in Incredible India2 years ago

আমরা অনেক সময় অনেক জিনিস মানুষের কাছ থেকে চাইলে পেয়ে যায় কিন্তু আমরা অনেক সময় অতিরিক্ত করে ফেলি যেমন।

আমি আমার উদাহরণ দিয়েই বলছি আমি আমার দাদির কাছ থেকে কিছু গুড চাইলাম একদিন সে গুড দিয়ে দিলো এইভাবে দুই থেকে তিন দিন চাওয়ার পরে সে ২-৩ দিন দিতে থাকে কিন্তু আমি যখন চতুর্থ দিন তার কাছে চাইতে গেলাম সে আমাকে বলল আর গুড দেয়া যাবে না কারণ আমাদের অনেক লোক বেশি যার কারণে আমাদের লোভ করলে সেই জায়গাতেও নষ্ট হয়ে যায় যার কারণে বলা হয়েছে অতি লোভে তাঁতি নষ্ট।

যেকোনো জিনিস চাইতে গেলে বা নিতে গেলে একটু ধৈর্য ধরে চাইতে হবে বা নিতে হবে সব সময় কারোর কাছ থেকে সবকিছু চাওয়া যায় না সীমাবদ্ধতা রেখে কিছু চাইলে অবশ্যই পাওয়া যায়।

Sort:  

ঠিক ভাই লোভ সবসময় মানুষের জন্য ক্ষতিকারক।