বাবা মায়ের পরিশ্রম আমরা বুঝতে পারি না, একজন বাবা তার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য তার জীবনের সব সুখ বিসর্জন দিয়ে থাকে, আমরা যেমন এখন বন্ধুদের সাথে মিশে থাকি, আমার বাবাও কিন্তু একটা সময় তার বন্ধুদের সাথে মিশে থাকতো কিন্তু সময়ের সাথে সাথে তার সব অভ্যাস পরিবর্তন করতে হয়েছে কারণ সংসার জীবনে এসে নিজের পরিবারের মুখে হাসি ফোটাতে গিয়ে ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে তার সব সুখ তার সব স্বপ্ন জীবন থেকে ফেলে দিতে হয়েছে।
কিছু কিছু ছেলে-মেয়েদের জন্য আজ আমাদের সমাজে অনেক বদনাম বাবা-মা অনেক ত্যাগ স্বীকার করার পরেও নিজের স্বার্থের জন্য বাবা-মাকে ধরে আসা হয় বৃদ্ধাশ্রম আসলে আমরা সব কিছু ভুলে গিয়েছি বাবা-মা আমাদের জন্য কি করেছে।
আসলেই ঠিক বলেছেন।কিছুসংখ্যক ছেলে-মেয়ের জন্যই আজকে সবার কাছে এই বদনামটা চলে গেছে।আপনার বাবাও যেমন অনেক কষ্ট করে আমার বাবাও ঠিক একইভাবে কষ্ট করে।পৃথিবীর সকল বাবাই পরিবারের জন্য ত্যাগ স্বীকার করলেও সকল ছেলে-মেয়ে বাবার জন্য ত্যাগ স্বীকার করে না।ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্যের জন্য।