Better Life with Steem||The Diary Game|| 06June 2024||

in Incredible Indialast month

20240610_161551_0000.png

Edited By Canva

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আজকেও আমি আপনাদের সাথে একটি ডায়েরি গেম শেয়ার করব। তা হলো: দিনটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছি।

প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি।ঘুম থেকে জেগে উঠে ফ্রেশ হই। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর সকালের নাস্তা সম্পূর্ণ করি। আর আজকের সকালের নাস্তা হিসেবে ছিল গরম গরম ভাতের সাথে বড় মাছের তরকারি।

IMG_20240606_133339.jpg

যাইহোক আলহামদুলিল্লাহ আজকের সকালের খাবারটা খুব ভাল ছিল। সকালের খাবার খেয়ে কিছুক্ষণ পরেই পূর্বের মতো স্কুলে চলে যাই। স্কুলে চলে গিয়ে যেহেতু স্কুলে অর্ধ বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। তাই স্কুলে গিয়ে সরাসরি অফিস রুমে গিয়ে খাতাগুলো নিয়ে সরাসরি পরীক্ষার হলে প্রবেশ করি।

পরীক্ষার হলে প্রবেশ করে ছাত্র-ছাত্রীদেরকে খাতাগুলো দিলে, কিছুক্ষণ পরে আমাদের দুলাল স্যার প্রশ্ন নিয়ে আসে এবং যখন সকাল ১০ টা বাজলো তখন প্রশ্নগুলো ছাত্র-ছাত্রীদেরকে দিয়ে দেওয়া হয়। ছাত্রছাত্রীরা প্রশ্ন পেলে তখন তারা খাতাতে লেখা শুরু করে।

যাইহোক আজকের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাটা হল ইংলিশ ২য় পত্র। যখন ছাত্ররা ইংরেজি প্রশ্ন পেল। তখন তারা খাতাতে লেখা শুরু করে দেয়। যাইহোক এভাবে প্রায় তিন ঘণ্টা পরীক্ষা চলে। তিন ঘন্টা পরীক্ষা চলে যখন শেষ হলো তখন দুপুর ১টা বেজেছিল।

ছাত্র-ছাত্রীদের পরীক্ষা শেষ হলে তাদের খাতা গুলো জমা নেওয়া হয়। খাতাগুলো জমা নিয়ে আমরা সেই খাতাগুলো অফিসে জমা দেয় এবং অফিস কক্ষে এসে দেখতে পেলাম আমাদের সকল শিক্ষকের জন্য ঠান্ডা হিসেবে ফ্রেন্ডস আপ এনেছিল।যাইহোক তখন আমরা সকল শিক্ষকরা মিলে সেই ফ্রেন্ড আপ গুলো খেয়েছিলাম।

IMG_20240606_133011.jpg

খাওয়ার আগে একটা ছবিও তুলে রেখেছিলাম। যা আপনাদের মাঝে শেয়ার করা হলো। যাইহোক ফ্রেন্ডস আপ খেয়ে কিছুক্ষণ পরে সকল শিক্ষকেরা যার যার মত বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার সময় গুলমোর বাজারে ছোলা বিক্রেতাকে দেখতে পেলাম।

IMG_20240606_132939.jpg

তখন আমি সেখান হতে ১০ টাকার ছোলা অর্ডার করলাম। যখন ১০ টাকার ছোলা অর্ডার করলাম তখন ছোলা বিক্রেতা আমাকে ১০ টাকার ছোলা দিলো।তখন আমি সেই ছোলাগুলো খেয়েছিলাম। যাইহোক ছোলা খেয়ে ২০ মিনিট পরেই বাড়িতে চলে আসলাম।

IMG_20240606_132904.jpg

বাড়িতে চলে এসে কিছু সময় বিশ্রাম নিয়েছিলাম।বিশ্রাম নেওয়ার সময় বিছানার উপরে একটা ছবিও তুলে রেখেছিলাম। যা আপনাদের মাঝে শেয়ার করা হলো। যাইহোক আমি যখন বিছানায় বসে বিশ্রাম নিয়েছিলাম। তখন আমার ওয়াইফ কয়েকটি আম মাখিয়েছিল অর্থাৎ গ্রাম্য ভাষায় একে বলে আম ভর্তা।

IMG_20240606_133238.jpg

যাইহোক যখন এই আম ভর্তা আমার সামনে এনে দিলো। তখন আমি এবং আমার ওয়াইফ সেই আম ভর্তাগুলো খেয়েছিলাম। আম ভর্তা খেয়ে ২০ মিনিট পরেই দুপুরের গোসল সম্পূর্ণ করি।গোসল সম্পূর্ণ করে কিছুক্ষণ পর দুপুরের খাবার সম্পূর্ণ করলাম।

দুপুরের খাবার সম্পন্ন করে কিছু সময় বিশ্রাম নিয়েছিলাম। বিশ্রাম নিয়ে যখন ঘড়িতে দেখলাম বিকেল পাঁচটা বাজলো। তখন আমি আবহাওয়ার ভিতরে ঘোরাঘুরি করার জন্য বাহিরে গিয়েছিলাম। বাহিরে গিয়ে প্রকৃতির মাঝে কিছু সময় অতিবাহিত করি।

IMG_20240606_133420.jpg

যাইহোক প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করার সময় একটা ছবিও তুলে রেখেছিলাম।যা আপনাদের মাঝে শেয়ার করা হলো। আসলে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করলে যেকোনো মানুষের ভালো লাগবে। যেমন আজকে আমি প্রকৃতির মাঝে কিছু সময় অতিবাহিত করি।

তখন আমার অনেক ভালো লাগে। যাইহোক প্রকৃতির মাঝে প্রায় ৪০ মিনিট যাবত ঘোরাফেরা করি। প্রকৃতির মাঝে ঘোরাফেরা শেষ করে, যখন সন্ধ্যা ৭ টা বাজলো, তখন আমি সরাসরি বাড়িতে চলে আসি।

বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে কিছু সময় রুমে বসে থাকি।আর রুমে বসে থাকার এক পর্যায়ে মা আমাকে রাতের খাবার খেতে বলল, তখন আমি পরিবারের সাথে রাতের খাবার সম্পূর্ণ করি। রাতের খাবার সম্পূর্ণ করে,

আমি এবং আমার ওয়াইফ একটা নাটক দেখলাম। নাটকটা দেখে রাতের নির্দিষ্ট সময় ঘুমিয়ে পড়ি। যাইহোক এটাই ছিল আমার ঐইদিনের সকল কার্যক্রম। আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।

বন্ধুরা আজকে আর লিখব না। আজকের মতো এখানেই শেষ করছি । আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করবেন । ভালো থাকবেন সকলে ।আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
AndroidRealme C15
Camera8MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@hafizur46n

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
Loading...
Loading...
 last month 

অনপক দিন পার আপনার পোস্ট দেখতে পেয়ে ভালো লাগছে। আজ হয়ত আপনাদের শিক্ষার্থীদের পরিক্ষা ছিলো আর তাই তাদের নিদিষ্ট সময় প্রশ্ন পত্র দিলেন।

স্কুল থেকে বাড়িতে আসার সময় ছোলা খেয়েছিলেন। সত্যি বলতে আম ভর্তা আমি পছন্দ করি না, বলতে গেলে খাইনা। বিকালে প্রকৃতিতে গিয়ে সময় কাটিয়েছিলেন, প্রকৃতি সব সময় আমাকে মুগ্ধ করে। ভালো থাকবেন।

 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য এবং আপনার মন্তব্য পড়ে জানতে পারলাম আপনি আম ভর্তা পছন্দ করেন না।আরো জানতে পারলাম প্রকৃতি আপনাকে মুগ্ধ করে

 last month 

সকালে ভালো একটি খাবার খেয়ে স্কুলে চলে গিয়েছিলেন। সেখানে আজকে শিক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে শিক্ষকরা মিলে ফ্রেন্ডস আপ খেয়েছেন। বাসায় ফেরার পথে ছোলা খেয়েছেন। আমিও মাঝেমধ্যে ছোলা মাখা খাই। আমার মোটামুটি ভালই লাগে। বিকালের সময়টা প্রকৃতিতে ঘুরতে বেরিয়েছিলেন। আমিও একাজটা করতে পছন্দ করি। কিন্তু আমাদের এখানে এরকম লেক বা পুকুর নেই। তাই বেশিরভাগ সময় ছাদেই কাটানো হয়। ধন্যবাদ আপনাকে আপনার দিনলিপি শেয়ার করার জন্য।

 26 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য। যাইহোক আপনার মন্তব্য পড়ে জানতে পারলাম আপনি ও মাঝে মাঝে ছোলা মাখানো খান।ভালো থাকবেন