Better Life with Steem||The Diary Game|| 18 April 2024||

in Incredible India2 months ago (edited)

20240425_173528_0000.png

Edited By Canva

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আজকেও আমি আপনাদের সাথে একটি ডায়েরি গেম শেয়ার করব। তা হলো:বিয়ের পরের দিন ব্যস্ততার মধ্যে দিয়ে অতিবাহিত করলাম।

প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে জেগে উঠি। ঘুম থেকে জেগে উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে, রুমে এসে কিছু সময় বসে থাকি।বসে থাকার এক পর্যায়ে আমার মা আমাকে এবং আমার ওয়াইফকে রাতে যে দুধের পিঠা ভিজে রেখেছিল। সেই পিঠা আমাদেরকে দিয়ে যায়।

IMG_20240418_163940.jpg

তখন সে পিঠা দুজনে মিলে খেয়েছিলাম। যাইহোক যেহেতু প্রচন্ড গরম তারপরে রাতে পিঠা ভিজে রেখেছিল। তাই সবটুকু না খেয়ে ২ জনে অল্প করে খেয়েছিলাম। যাইহোক পিঠা খেয়ে মাকে বললাম থালাটা নিয়ে যাও। তখন থালাটা নিয়ে গেল।

যাইহোক পিঠা খাওয়া শেষ করে বিয়ের দিন আমাদের সাথে আমার ওয়াইফের নানা-নানি এবং তার ভাবি এসেছিল। তাই তাদেরকে সকালের খাবার ব্যবস্থা করা হয়। তাদেরকে সকালের খাবার দেওয়া হয়।

IMG_20240418_163925.jpg

যাইহোক সকালের খাবার হিসেবে ছিল গরম গরম ভাত, নাস্তা, গরুর মাংসের ভুনা, ডাল এবং সাথে ছিল লেবু ও আরো ছিল মুরগির মাংস। যাইহোক সকালে তাদেরকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হয়।

তাদেরকে আমার বড় ভাই খাওয়া-দাওয়া ব্যবস্থা করেন। যাইহোক তাদের সামনে যখন খাবার দেওয়া হয়। তখন আমি একটা ছবি তুলেছিলাম। যা আপনাদের মাঝে শেয়ার করলাম। যাইহোক ছবি তুলে কিছুক্ষণ পর আমি বাহিরে গিয়েছিলাম।বাহির থেকে আসার সময় দোকান হতে তিনটা লাচ্ছি এনেছিলাম।

IMG_20240418_163908.jpg

সেই তিনটা লাচ্ছিগুলো আমার সিস্টারকে দিয়েছিলাম। তখন আমার সিস্টার এবং আমার ওয়াইফ মিলে সেই লাচ্ছি খেয়েছিলাম। খাওয়ার আগে একটা ছবিও তুলে রেখেছিলাম। যাইহোক এভাবে যখন দুপুর বারোটা বাজলো।

তখন আমরা বাড়ির ভিতরে সামিয়ানা টানানো হয়।কারন যেহেতু আমার ওয়াইফের বাড়ির লোকজন আসবে। তাই তাদের জন্য সামিয়ানা টানিয়ে খাওয়া দেওয়ার ব্যবস্থা করা হয়। তাই আগে হতেই আমি এবং আমার বড় ভাই এবং ছোট ভাইয়েরা মিলে সামিয়ানার ব্যবস্থা করে রাখি। যাইহোক সামিয়ানার ব্যবস্থা করার সময় একটা ছবিও তুলে রেখেছিলাম।

IMG_20240418_164351.jpg

যা আপনাদের মাঝে শেয়ার করলাম। যাইহোক প্রায় দুই ঘন্টা যাবত সামিয়ানার টানানো হয়। সামিয়ানা টানানো শেষ করে দুপুরে আমি আবার গোসল সম্পন্ন করি। দুপুরের গোসল সম্পূর্ণ করে তিনটা সময় যখন আমার শ্বশুরবাড়ির লোকজন আসলো। তখন তাদেরকে খাওয়া-দাওয়া ব্যবস্থা করা হয়।

যাইহোক আমার শ্বশুর বাড়ির লোকজন যখন সামিয়ানার ভিতরে বসে গেল। তখন আমরা তাদেরকে খাবার দেই। এবং খাবার খাওয়ানো অবস্থায় একটা ছবিও তুলে রেখেছিলাম। যা আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রায় আধা ঘন্টা যাবত শ্বশুরবাড়ির লোকজনকে খাওয়ানো হয়।

IMG_20240418_164056.jpg

খাওয়ানো শেষ হলে লোকজনকে ঘরের ভিতরে বসতে বলি। যাইহোক কিছু লোক খাওয়া-দাওয়া শেষে ঘরের ভিতরে বসেছিল।কিছু লোক বাহিরে গিয়েছিল। যাইহোক আমার শ্বশুর বাড়ির লোকজনের খাওয়া শেষ হলে আবার আমাদের বাড়ির কিছুলোকের খাওয়া দাওয়া বাদ ছিল।

IMG_20240418_164208.jpg

তাই তাদেরকে খাওয়া দেওয়ার ব্যবস্থা করা হয়। যাইহোক আমাদের বাড়ির লোকজন যারা যারা খাওয়া-দাওয়া করেনি। তাদেরকে খাওয়া-দাওয়া ব্যবস্থা করা হয়। সেখানে প্রায় আধা ঘন্টা সময় অতিবাহিত হয়। যথাসময়ে খাওয়া-দাওয়া শেষ হলে আমার শ্বশুর বাড়ির লোকজন আমাদেরকে যেহেতু ফিরুনিতে নিয়ে যাবে।

IMG_20240418_163957.jpg

এজন্য আমাদেরকে তাড়াতাড়ি রেডি হতে বলল। তখন আমরা শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিই। যাইহোক শ্বশুরবাড়িতে যাওয়ার আগে আমার বাসর ঘরের সামনে বসে আমি এবং আমার ওয়াইফ দুজনে মিলে একটা ছবিও তুলেছিলাম। যা আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই ছবিটা হল বিয়ের পরের দিন।

শ্বশুরবাড়িতে ফিরুনি খেতে যাওয়ার আগ মুহূর্ত। যাইহোক ছবি তুলে কিছু সময় আমার রুমে বসে থাকি। বসে থাকার 20 মিনিট পর আমার শ্বশুর বাড়ির লোকজন বলল, কয়জন যাবে তাড়াতাড়ি রেডি হও।

তখন আমরা বলি মোট চারজন যাব। যাইহোক তখন আমরা চারজন রেডি হয়ে শ্বশুর বাড়ির লোকজনের সাথে ফিরুনিতে গিয়েছিলাম। যাইহোক শ্বশুরবাড়িতে আমরা অটো করে নৌকা ঘাট পর্যন্ত গিয়েছিলাম।

নৌকাঘাটে গিয়ে পৌঁছে ঠিকমতোই নৌকা পেয়েছিলাম। যাইহোক নৌকা পেলে আমরা সবাই মিলে নৌকাতে উঠি।নৌকাতে উঠলে পাঁচ মিনিট পরে নৌকা ছেড়ে দেয়। যাইহোক নৌকা ছেড়ে দিলে আধা ঘন্টা পর আবার নৌকা ঘাটে গিয়ে পৌঁছলে।

আবার আমাদের শ্বশুরবাড়িতে যেতে হলে অটোতে যেতে হবে। তাই একটা অটো ভাড়া করে শ্বশুরবাড়িতে রাত সাড়ে সাতটার দিকে পৌঁছেছিলাম। যাইহোক সাড়ে সাতটার দিকে শ্বশুরবাড়িতে গিয়ে পৌছে ফ্রেশ হয়ে একটু বাইরে গিয়েছিলাম।

বাহির থেকে কিছুক্ষণ পর এসে সকলে মিলে রাতের খাবার সম্পূর্ণ করি। রাতের খাবার সম্পন্ন করে কিছু সময় সকলে মিলে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলি। বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলে রাতের নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়ি। যাইহোক এটাই ছিল আমার বিয়ের পরের দিনের সকল কার্যক্রম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।

বন্ধুরা আজকে আর লিখব না। আজকের মতো এখানেই শেষ করছি । আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করবেন । ভালো থাকবেন সকলে ।আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
AndroidRealme C15
Camera8MP camera
LocationBangladesh 🇧🇩
Short by@hafizur46n

Picsart_23-01-14_15-48-49-892.png

Sort:  
 2 months ago 

প্রথমত আপনাদেরকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাই, এবং সংসার জীবন সুন্দর এবং আনন্দময় ভাবে কাটুক তা দোয়া করি। সুন্দরভাবে বৌভাত সম্পূর্ণ হয় এবং ফিরুনিতে যাবেন তাই রেডি হয়ে সুন্দরভাবে শ্বশুরবাড়িতে পৌঁছেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে সবার সাথে আলাপ আলোচনা করেছেন ধন্যবাদ। আপনার সুন্দর বিয়ের মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা যেন আমাদের দাম্পত্য জীবন সুখের করে দেন।

Loading...

Congratulations, your post has been curated by @dsc-r2cornell. You can use the tag #R2cornell. Also, find us on Discord

Manually curated by Blessed-girl


image.png

Felicitaciones, su publicación ha sido votada por @ dsc-r2cornell. Puedes usar el tag #R2cornell. También, nos puedes encontrar en Discord

 2 months ago 

many many thank you for your support ❤️❤️

 2 months ago 

আপনি জীবনের নতুন একটা ধাপ অতিক্রম করেছেন। এই নতুন জীবনের জন্য শুভকামনা রইল আপনার জন্য। আপনি খুব সুন্দরভাবে আপনার বিয়ের প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এই সুখের মুহুর্তটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে সেই অনুযায়ী মন্তব্য প্রকাশ করার জন্য।ভালো থাকবেন

 2 months ago 

বিয়ের পরের দিনের বৌভাতের সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করেছেন। আপনাদের মত আমাদের এদিকেও বিয়ের পরের দিনে যে অনুষ্ঠান করা হয় সেটাকে বৌভাত বলে থাকে।

আপনাদের দুজনকে বেশ সুন্দর লাগতেছে।
বিয়ের পরের দিনের সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পোস্ট মনোযোগ সহকারে পড়ে মূল্য বান মন্তব্য প্রকাশ করার জন্য।