You are viewing a single comment's thread from:

RE: মজার মজার উত্তর দাও, ফান করো রিওয়ার্ড জিতে নাও||Give funny answers, have fun and win rewards||

in Incredible Indialast year

সূর্য সর্বদা পূর্ব দিকে ওঠার কারণ হলো পৃথিবীর আহ্নিক গতি। সে সব সময় নিজ অক্ষরেখার চারদিকে ঘুরছে। এছাড়া প্রবিত্র কুরআনে বলা হয়েছে কিয়ামতের দিন সব উল্টো কাজ করবে কোনো কিছুই সঠিকভাবে ঘটবে না।সেদিন সূর্য পশ্চিম দিকে উঠে পূর্বে দিকে অস্ত যাবে। এটি হল সেদিনের সূর্য্যের উল্টো ঘটনাটি তার মানে সঠিক ঘটনা হল সূর্য পূর্বে উঠে পশ্চিমে দিকে অস্ত যাবেই। কারণ কুরআনে কোনো নির্দিষ্ট দেশ বা জায়গা নিয়েই আলোচনা করা হয়নি। এতে মহাজগতের সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। তার মানে সূর্য শুধু এ দেশেই পূর্বে উঠে না এটি সারা দুনিয়ার জন্য একই । তাই আমি পরিশেষে বলা যায় সূর্য পূর্ব দিক হতে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়।

Sort:  

খুব ভালো বলেছেন।
তবে এত সিরিয়াস উত্তর আশা করিনি।
চেয়েছিলাম ব্যতিক্রমধর্মী মজার কোন উত্তর!!!