You are viewing a single comment's thread from:
RE: মজার মজার উত্তর দাও, ফান করো রিওয়ার্ড জিতে নাও||Give funny answers, have fun and win rewards||
আমরা সবাই জানি যে বৃষ্টি হলে ব্যাঙ ডাকে। তবে যে কোনও সময়ের বৃষ্টি হলেই ব্যাঙ ডাকবে এমন সাধারণত হয় না। কারণ বৃষ্টি হতে হবে বর্ষাকালের বৃষ্টি । কারন বর্ষাকাল হলো ব্যাঙদের প্রজনন ঋতু বা মিলনের সময় । এই সময় পুরুষ ব্যাঙ স্ত্রী ব্যাঙকে আকৃষ্ট করার জন্য ডেকে থাকে। তাই বলা যায় ব্যাঙ ডাকলে বৃষ্টি হয়।
একদম ঠিক বলেছেন, তবে ব্যাতিক্রমধর্মী ও মজার উত্তর আশা করেছিলাম।