RE: মজার মজার উত্তর দাও, ফান করো রিওয়ার্ড জিতে নাও||Give funny answers, have fun and win rewards||
তাঁতি কাপড় বুনতে গিয়ে লোভবশত অতি লাভের আশায় কোনো অসুদপায় অবলম্বন করেছিল এজন্য তার চরিত্র নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হলো । যেমন তাতি রাত জেগে কাজ করতে করতে পাশের বাড়ির এক বড় লোকের বউ এর লগে পিরিত হয়েছিল। এই পিরিতের আশায় তাতি তার কাজ সেরে দিয়ে লোভ করে বড় লোকের বউকে নিয়ে স্বপ্ন দেখতে লাগল। বড় লোকের বউকে বিয়ে করলে তাতি বড় লোক হবে। তাই তাতি তার কাজ বাদ দিয়ে একদিন বড়লোকের বউয়ের লগে পরকীয়া করার জন্য এক রাতে দেখা করার জন্য যায়। তখন বড়লোকটা তাঁতিকে দেখে ফেললে তাতিকে পিটিয়ে তক্তা বানিয়ে গ্রাম ছাড়া করে। এতে তাতির স্বপ্ন পুরন হলো না। তাতির সব স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। এটি একটি উদাহরণ মাত্র। অতি লোভে মানুষের চরিত্রের মারাত্মক ক্ষতি হয়।এটাকে বলে চরিত্রের মৃত্যু। লোভে পাপ পাপে মৃত্যু। লোভ করাই ক্ষতি। এটাকে বলে অতি লোভে তাঁতি নষ্ট। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন
তাতেই কেন যে এই বড়লোকের বউয়ের দিকে নজর দিতে গেল!!
জি ভাই তাতি কাজ বাদ দিয়ে এত লোভ করে বড় লোকের বউয়ের দিকে নজর দেওয়া লাগবে কেন😄😄😄
তাঁতীর সাথে এই নিয়ে একটু বৈঠক করতে হবে।
জি ভাই ঠিক বলেছেন একটা বৈঠক করা উচিত তাতির সাথে 😄😄
তাহলে আর দেরি কেন?