Better Life With Steem || The Diary game ||10 June 2024||

in Incredible Indialast month
Picsart_24-06-10_19-32-46-545.jpg

[Edit by PicsArt]

সকালে ঘুম ভাঙলো আকাশের ভীষণ গর্জনে। তাকিয়ে দেখি চারিদিকে ঘোর অন্ধকার।মনে হলো ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। দৌড়ে বারান্দায় গেলাম।কাপড় গুলো তুলে নিলাম।আচারের বয়ামগুলো ঘরে এনে রাখলাম।এরপর হঠাৎ মনে হলো তাই দৌড়ে ফ্রিজের সুইচ গুলো বন্ধ করে দিলাম।ঘড়ির দিকে তাকিয়ে দেখি ৭:০০ টা বাজে।

IMG_20240610_092914.jpg
IMG_20240610_092840.jpg

৬:৩০ টায় মেয়ে বের হয়ে গেলে একটু শুয়ে ছিলাম।আধা ঘন্টার মধ্যেই এই অবস্থা।যদিও আকাশের অবস্থা ভালো না।কিন্তু স্কুল ফাঁকি দেয়ার কোন সুযোগ নেই।যেহেতু মেয়ে কলেজে গেছে তাকে আনতে হলেও আবার আমাকে ওখানে যেতে হবে।তাই ভদ্রমহিলার মতো ছেলের স্কুলের জন্য রেডি হয়ে গেলাম।ছেলে আজকে ঘুমিয়েই ছিল। সাড়ে সাতটার দিকে ওকে ডেকে উঠালাম।

IMG_20240610_110655.jpg
IMG_20240610_094459.jpg

এরপর আটটা বাজে ওর স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম।ততক্ষণে বৃষ্টি প্রায় শেষ।এদিকে বিজয় সরণিতে একটি ট্রাক উল্টে গেছে,তাই ব্যাপক যানজটে পড়লাম। ছেলেকে ক্লাসে দিতে দিতে পৌনে নয়টা।এরপর ক্যান্টিনে যেয়ে নাস্তা করে নিলাম।নাস্তা শেষে বান্ধবী নার্গিসের সাথে হাঁটতে বের হলাম।স্কুল হয়তো আর এক দিন আছে।তাই সবাই বেশ ছুটির মুডে আছে।

IMG_20240610_104825.jpg
IMG_20240610_104653.jpg

হাঁটা শেষ করে ক্যান্টিনে এসে বসলাম।সবার জন্য চা কফি অর্ডার দিলাম।চা খেয়ে ঠিক করলাম সিএসডি টাওয়ারে যাব ঘোরাঘুরি করতে। যদিও সবার পরিকল্পনা ঘুরা ঘুরি করা কিন্তু আমি ভাবছি কিছু কেনাকাটা করতেই হবে।ছেলের টিফিনের জিনিসগুলো প্রায় শেষ। বিশেষ করে ওর ডানকেক লাগেই।তাই চলে গেলাম সরাসরি দোতলায়।ঘুরে প্রথমে কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিলাম।এরপরে ছেলের চকলেট, বিস্কুট আর কেকের আখড়ায় গেলাম।

IMG_20240610_161118.jpg
IMG_20240610_161028.jpg

এগুলো নেয়ার পরে বান্ধবীরা বললো চলো জুতার কালেকশন দেখে আসি।অতঃপর তিনতলায় জুতার কালেকশন গুলো দেখতে লাগলাম।হঠাৎ আমার একজোড়া জুতা বেশ পছন্দ হলো।হাঁটাহাঁটি করার জন্য বেশ ভালই হবে বলে মনে হচ্ছে। দোকানের লোক বলল এটা গতকালকে নতুন এসেছে। এখনো আমরা ডিসপ্লেতে সবগুলো শো করিনি।আর সবগুলো সাইজ একটা করে এসেছে। তাই আমি আর দেরি করতে চাইলাম না।নিয়ে নিলাম চটজলদি।

IMG_20240610_110719.jpg
IMG_20240610_110620.jpg

রোজার ঈদের জুতা এখনো ব্যবহার করা হয়নি। এরমধ্যে আবার জুতা কিনলাম। এটার জন্য বাসার সবাই আমাকে কি বলবে তাই ভাবছি!!! কেনাকাটা শেষ করে ক্যান্টিনে চলে আসলাম। বান্ধবী যে জেরিন প্যাটিস খাচ্ছিল। আমাকেও সাধলো বললাম যে হ্যাঁ খাব।কারণ ততক্ষণে ক্ষুধা লেগে গেছে।সাড়ে বারোটার দিকে রওনা দিলাম।

IMG_20240610_105446.jpg
IMG_20240610_104703.jpg

মেয়ের কলেজ সাধারণত পৌনে একটায় ছুটি হয়ে যায়। কিন্তু আজকে ছুটির কোন খবর নেই। দীর্ঘ সময় অপেক্ষা করার পর বুঝতে পারলাম আজকে ছুটি হতে দেরি হবে। এরপর খোঁজ নিয়ে জানলাম দেড়টায় ছুটি হবে। কি আর করা!!! বসে অপেক্ষা করতে লাগলাম। পৌনে দুইটার দিকে মেয়ে আসলে ওকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।বাসায় পৌঁছাতে প্রায় আড়াইটা বেজে গেলো।

IMG_20240610_160855.jpg
IMG_20240610_160753.jpg

চটজলদি গোসল করে নিলাম। ততক্ষণ ওর বাবা চলে এসেছে। তাই আগে খেয়ে নিলাম। এরপর চা বানিয়ে নিলাম সবার জন্য। চা খাওয়া শেষ করে যোহরের নামাজ পড়ে একটু বিশ্রামে বসলাম।কিছুক্ষণ পরেই আসরের আযান দিয়ে দিলে আসরের নামাজ পড়ে রান্নার জিনিস গুছিয়ে নিলাম।

IMG_20240610_161408.jpg

মাগরিবের নামাজের আগেই খালা চলে গেল। এরপর বাড়ি থেকে একটা ফোন আসলো। ফোনে কিছুক্ষণ কথা বলে নিলাম।তারপরে প্রতিবেশী একটা মেয়ে আসলো।তার সাথেও বেশ কিছুক্ষণ গল্পগুজব করে নিলাম। এভাবেই বেশ সময় কেটে গেল।এশার নামাজ পড়ে রাতের খাবার জিনিস গোছালাম।

IMG_20240610_210207.jpg

যেহেতু বাসা ভর্তি শুধু আম তাই আজকে সবাই আম-দুধ-ভাত খাব বলে ঠিক করলাম।সেভাবেই সবকিছু গুছিয়ে নিলাম।আজকে বেশ কয়েক জায়গায় আম বিলি করা হয়েছে।আর কিছু আম আমি ফ্রিজে রেখে দিয়েছি।কারণ ক্যারাটে রাখলে কালকে পর্যন্ত পচে যাবে।রাতের খাবারটি দীর্ঘদিন পর আমি ভীষণ আনন্দ নিয়ে খেয়েছি।আম দুধ ভাত আমার ভীষণ প্রিয় একটি খাবার।এরপর মেয়ের সকালের নাস্তা গুছিয়ে এখন পোস্ট লিখতে বসেছি।আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।

DeviceName
Androidvivo v19
Cameratriple camera 48mp+8mp
LocationBangladesh 🇧🇩
Shot by@hasnahena

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xyWsw1kHnXVkn7Qp6hme6bwxmeXAsiaziMYqPesnvAxBKoZxpvAxoJGLfGnEUeMr1gEv2DbujLXro4ihMK4nci7VnRSHt.png

◦•●◉✿ধন্যবাদ সবাইকে লেখাটি পড়ার জন্য।✿◉●•◦
Sort:  
Loading...
 last month 

আপনার সারাদিনের মুহূর্তটা অনেক সুন্দর ছিল তার চেয়েও বেশি সুন্দর ছিল আপনার ফটোগ্রাফি গুলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সারাদিনে কি কি করেছেন সে সব বিষয়ে আমাদেরকে শেয়ার করেছেন এবং এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last month 

আপনাদের ওদিকে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে কয়েকদিন ধরে বৃষ্টির কোনো দেখা নেই। এজন্য তীব্র গরমে কষ্টই হচ্ছে। ঈদ প্রায় চলে এসেছে তাই আজকে শেষ ক্লাসের পরে ঈদের বন্ধ দিয়ে দিবে এজন্যই বোধহয় আপনার মেয়ের কলেজে একটু বেশি সময় নিয়ে পড়িয়েছে। ঘোরাঘুরির পাশাপাশি অনেক কিছু কেনাকাটা ও করেছেন।আসলে ঈদের সময় একটু কেনাকাটা না করলে হয় না। রাতে আম দুধ দিয়ে ভাত খেয়েছেন। আমিও মাঝে মাঝে এমনটা করে থাকি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আপনার পুরো দিনের কার্যক্রম শেয়ার করার জন্য।


curation-post.webp

We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.

 last month 

Thank you so much for your feedback 😊.