ওয়াও

in Incredible Indialast month

নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে সুস্থ আছেন। সকাল থেকেই মেঘলা আকাশ আর বৃষ্টি ঝিরঝির করে পড়ছে, গতকালকেও ওয়েদারটা ঠিক এরকমই ছিল ।এরকম সুন্দর ওয়েদারে ঘুরতেও ভালো লাগে এবং কাজ করেও অনেক মজা।

20240702_141036.jpg

কিন্তু মাঝেমধ্যে এত গরম পড়ে রাগ ধরিয়ে দেয়। যাই হোক গতকাল বেশ অনেক দিন পর একটু ইনস্টিটিউটে গিয়েছিলাম। অনেকেই হয়তো জানেন আমি আমার বাড়ির কাছে একটি ইনস্টিটিউট থেকে বিএড কোর্স কমপ্লিট করে নিচ্ছি। যদিও এই সময়ে দাঁড়িয়ে এই কোর্সের ভ্যালু খুব একটা নেই বললেই চলে। তবুও করে রাখা ভবিষ্যতের জন্য সুবিধাজনক হতেও পারে,তাই করে রাখছি।

20240702_131933.jpg

কিন্তু সে বিএড কলেজে আমার সেরকম যাওয়াই হয়না।মাসে হয়তো দুবার কিংবা একবার যাই ,আর পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাব। এতে কলেজের সবাই বকাবকি করলেও আমার কিছু করার নেই ।কারণ অন্যান্য কাজে প্রচুর ব্যস্ততা থাকে। তাই প্রত্যেকদিন এই কোর্সের জন্য কলেজে যাওয়া সম্ভব নয়। তার ওপর এখন ওয়েস্ট বেঙ্গল এ শিক্ষকতার চাকরির যা হাল ,তাই এসব সত্যি ভালো লাগেনা।

20240702_131938_1.jpg

গতকাল অনেকদিন পরে কলেজে গেলাম। বেশ ভালোই লাগলো ।একটা ক্লাস করেছি। কলেজটা একেবারে কৃষ্ণনগরের ঢোকার মুখে পড়ে। কৃষ্ণনগর ঢোকার মুখে বিএড কলেজ টা বেশ ফাঁকা জায়গায় তৈরি করা হয়েছে। আগে এ কলেজ একদম শহরের মাঝখানে খুব কাছেই ছিল । কিন্তু মার্কেটের কাছাকাছি জ্যাম এত হয়। ওরকম সুন্দর ফাঁকা জায়গায় কলেজটা হয়ে বরঞ্চ ভালোই হয়েছে। এতে কলেজটা আরো বেশি জায়গাও পেয়েছে।

20240702_131940_1.jpg

যাইহোক আমি দুপুর একটা নাগাদ কলেজ গেলাম ।তারপর দুটোর মধ্যেই বেরিয়ে পড়লাম। আমি আমার এক বন্ধু মিলে গিয়েছিলাম তারপর ওয়াও মোমোতে।এর দু মাস আগে , মোমো খেতে ওয়াও তে গিয়েছি। এদের মোমোর স্বাদ সত্যি খুব ভালো হয়।

20240702_141038.jpg

এদের আন্ডারে একটা কম্ব প্যাকেজ থাকে ,যে প্যাকেজে দুটো বার্গার ,দু প্লেট মোমো ,সাথে কোল্ড ড্রিঙ্কস ৪০০ এম এল এর এবং একটি মালাই কুলপি থাকে। প্যান ফ্রায়েড মোমো নিলে আরো ৬০ টাকা মতো চার্জ দিতে হয়। সবমিলিয়ে মোটামুটি এই কম্বটার দাম ৩৩৪ টাকা।

20240702_141805_1.jpg

এতকিছুতে সবারই পেট ভরে যাবে ,দুজনের পেট ভরানোর জন্য এই কম্বো যথেষ্ট। গতকাল গিয়ে এই কম্বোটাই অর্ডার করেছিলাম। বেশ অনেকক্ষণ ধরে ধীরে সুস্থে খাওয়া দাওয়া করে তিনটের মধ্যে আবার বাড়ি চলে এসেছি।

20240702_144544.jpg

অনেকদিন পরে ওয়াও তে মোমো খেলাম ,বেশ ভালো লাগলো সবথেকে বড় কথা এদের বার্গারটা খুব ভালো করে। আর মোমো বেশ স্পাইসি হয় ,যেহেতু আমার সর্দি লেগে আছে ।তাই আমার মুখে বেশ এখন ঝাল ঝাল ভালো লাগছে খেতে।

20240702_143228_1.jpg

তাই কালকের খাবার গুলো দুর্দান্ত ছিল। কুলফি তো অসাধারণ খেতে, সিঙ্গেল নিতে গেলে ওর প্রাইস প্রায় ৭০ টাকা মতো পড়বে।

ওয়াও মোমো র অনেক ব্রাঞ্চ এদিক ওদিক এখন ওপেন হয়েছে। আর আউটলেটটা আসলেই অনেক সুন্দর দেখতে। আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন।

Sort:  
 last month 

আসলে আমি মনে করি কলেজ এবং স্কুল একটু নিরিবিলি জায়গায় থাকা উচিত। কারণ শহরের মধ্য থাকলে অনেক শব্দ দূষণ হয় যার জন্য ছাত্র-ছাত্রী লেখাপড়া করতে ডিস্টার্ব হয়ে যায়। এবং যখন নিরিবিলি জায়গায় কলেজ বা স্কুল থাকবে তখন লেখাপড়া করতে তাদের জন্য সুবিধা হবে।

যাই হোক খুবই সুন্দর একটি লেখা আমাদেরকে উপহার দিয়েছেন আপনি আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

Loading...
 last month 

কলেজে যেতে সত্যিই খুব ভালো লাগে। কলেজে গিয়েছিলে গিয়ে ভালোই ঘুরে বেড়িয়েছো। অনেক কিছু খাওয়া-দাওয়া করেছ ।আমার জন্য কিছু নিয়ে আসলেও পারতে। আমিও শুনেছি, এখানকার মোমো খেতে নাকি খুব ভালো। কিন্তু আমার কোনদিন খাওয়া হয়নি। তোমার পোস্টটা পড়ে খুব ভালো লাগলো।