You are viewing a single comment's thread from:

RE: There are some transmissions behind every festival, let's glimpse festivities in my locality!

in Incredible India2 months ago

আমি জানতাম তুমি খুব সুন্দর করে বাংলায় প্রকাশ করতে পারো। কিন্তু আজকের পোস্ট এত অসাধারণ লাগছে দিদি, যে আমি সত্যিই খুবই খুশি। তুমি যেভাবে রক্ত বীজ নিয়ে লেখাটা লিখেছ। আমার একবারের জন্যও মনে হচ্ছে না এটা অন্য কোন ভাষায় লেখা।

বাংলা ছাড়াও ইংরেজিতে এত সুন্দর করে পুরো ব্যাপারটা প্রকাশ করেছো। সত্যিই বাহবা দেয়ার মত। আর তোমার কথা একদমই সত্যি। আমাদের মেয়েদের হাতে সেই ক্ষমতা রয়েছে, আমরা মেয়েরা সৃষ্টি করতে পারি, আর আমাদের ইচ্ছা হলে আমাদের সেই ক্ষমতা আছে দুষ্টের দমন করার।

এইজন্যই তো শক্তিপুজো। শক্তি মানেই নারী। আর নারীকে যারা পদদলিত করার চেষ্টা করে তাদের অবনতি নিশ্চিত।

তুমি খুব সুন্দর করে আমাদের মধ্যে শেয়ার করেছ তোমার ঠাকুর দেখার কথা সাথে কত সুন্দর করে ভিডিও আপলোড করেছ। তবে এতগুলো প্যান্ডেল খুব অল্প জায়গার মধ্যে, এটা সত্যিই খুব ভালো। কারণ আমাদের এলাকায় এত কাছে কাছে পূজো হয় না।

কালী পুজোতে একটা সমস্যা হয়তো সবার বাড়িতেই শেষ করতে হয়।। বাজি পটকার আওয়াজে বাড়িতে টেকা যায় না। সব থেকে আমার বিরক্ত লাগে যখন কোন কাজে ব্যস্ত আছি, আর হঠাৎ করে কালি পটকা কেউ ফাটালো, আমি এমন ভাবে চমকে যাই। মাঝেমধ্যে তো জানলা খুলে চেঁচিয়ে উঠি। কিন্তু আমার চেঁচানোর আগেই জানলা খোলার আওয়াজ শুনে বাচ্চারা জানালার পাশ থেকে সরে যায়।
তাই কারা বদমাইশি করছে, তাও বুঝতে পারিনা।